দিল্লিকে হারিয়ে প্রথম WPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, তৃপ্ত হরমনপ্রীত

দিল্লিকে হারিয়ে প্রথম WPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, তৃপ্ত হরমনপ্রীত

f55200a83c70706d924c817d731b2bc4

নয়াদিল্লি: রুদ্ধশ্বাস ম্যাচ৷ টানটান উত্তেজনা৷ দুর্ধর্ষ লড়াইয়ের পর উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে ট্রফি উঠল হরমনপ্রীত কৌরের হাতে৷ সোনালি কাপ গেল মুম্বই ইন্ডিয়ান্সের ঘরে৷ 

আরও পড়ুন- রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন, বক্সিংয়ে সোনা জিতলেন সেই সুইটি

মহিলাদের আইপিএল কতটা দর্শকের নজর কাড়তে পারবে,তা নিয়ে দোটানার জেরে বারবার পিছিয়ে গিয়েছিল আয়োজন৷ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর শুরু হয় উইমেন্স প্রিমিয়ার লিগ৷ আর শুরুতেই বাজিমাত৷ অনবদ্য ব্যাটিং-বোলিংয়ে মহিলা ক্রিকেটাররা জায়গা করে নিলেন  ক্রিকেটপ্রেমীদের মনে৷ সেই সঙ্গে প্রথম মরশুমে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিল মুম্বই ইন্ডিয়ানস৷ 

লিগ টেবিলের এক নম্বরে থেকে সরাসরি ডব্লিউপিএল-এর ফাইনালে উঠেছিল দিল্লি। পরে এলিমিনেটরের বাধা টপকে খেতাবি দৌড়ে ঢুকে পড়ে ঝুলন গোস্বামী-হরমনপ্রীতদের মুম্বই। এদিন ইয়াস্তিকা, পূজাদের জন্য গলা ফাটাতে ব্রেবর্ন স্টেডিয়ামে হাজির ছিলেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর। শচীন তেণ্ডুলকরের সামনেই প্রথমবার ট্রফি ছুঁলেন হরমনপ্রীতরা। 

চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, ‘আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল। প্রচুর ফুলটস বল পড়েছে। সবকিছুই আমাদের অনুকূলে গিয়েছে। আমি মনে করি,  খেলতে নামলে একটু ভাগ্যের সাহায্যও দরকার হয়।’ 

এদিন টস জিতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস৷ কিন্তু, শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা৷ একসময় মনে হয়েছিল দিল্লি হয়তো ১০০ রানের গণ্ডি টপকাতে পারবে না৷ তবে শেষ উইকেট রাধা যাদব ও শিখা পান্ডে জুটি বেঁধে ৫২ রান যোগ করে দিল্লিকে ফাইট করার জায়গায় এনে দেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে পরাজিত করে ট্রফি তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।