বেঁফাস মন্তব্যে বিপাকে দল, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে যাওয়া অনিশ্চিত মুকুলের

বেঁফাস মন্তব্যে বিপাকে দল, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে যাওয়া অনিশ্চিত মুকুলের

কলকাতা: মুকুল রায়ের বেফাঁস মন্তব্যে বিপাকে পড়েছে দল৷ তাঁর বিতর্কিত মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল৷ দলের বর্ষীয়ান নেতার এহেন মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে মুকুল রায়ের যোগদান এখন অনিশ্চিত৷ প্রসঙ্গত, আদিবাসী দিবস উপলক্ষ্যে আগামী সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার পর্যন্ত ঠিক ছিল তাঁর সফরসঙ্গী হবেন রায় সাহেব৷ কিন্তু মুখ ফোসকে কৃষ্ণনগরে তিনি যা বললেন ,তাতে তাঁকে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ পাছে ফের ভুল কিছু বলে ফেলেন মুকুল বাবু৷ 

আরও পড়ুন- সুস্থ হচ্ছে রাজ্য, আবারও মৃত্যুশূন্য তিলোত্তমা

প্রসঙ্গত, শুক্রবার কৃষ্ণনগরে সাংবাদিকদের সামনে মুকুলবাবু বলেন, কৃষ্ণনগরে উপনির্বাচন হলে পর্যদস্তু হবে তৃণমূল৷  ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে। পরে নিজের বক্তব্য শুধরে নিলেও ততক্ষণে তাঁর মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে৷  ওই ভিডিয়োতেই দেখা যায় পিছন থেকে একজন মুকুলকে শুধরে দেওয়ার চেষ্টা করছেন৷ কিন্তু সেদিকে কর্ণপাত না করে বেফাঁস মন্তব্য করেই ফেলেন রায় সাহেব৷  তবে অনেকেই মনে করছেন, গত কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছেন মুকুল রায়৷ সে কারণেই বেঁফাস ও অসংলগ্ন মন্তব্য করে ফেলছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + three =