কলকাতা: আজ আবার রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি পরিবর্তন হয়েছে। কোন কোন দিন স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী আবার কোন কোন দিন আতঙ্ক সৃষ্টি হচ্ছে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায়। আজ যেমন দৈনিক আক্রান্তের সংখ্যায় একটু স্বস্তি মিলবে। কারণ গতকালের তুলনায় আজ সংক্রমণ কম। মূলত কয়েকটি জেলা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭১৭ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৬ জন। দৈনিক সংক্রমণে দ্বিতীয় কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং, সেখানে আক্রান্ত ৫৪ জন। অন্যান্য জেলা গুলিতেও আক্রান্তের সংখ্যায় খুব একটা বড় পরিবর্তন ঘটেনি। একদিনে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩২ হাজার ৩৮৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। দুই ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জন করে। অনেক দিন পর আজ আবার কলকাতা মৃত্যু শূন্য। রাজ্যে করোনায় মোট ১৮ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৮৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ৫৭ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।