অন্য কোনও কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দিদি? মোদীর প্রশ্নে ‘না’ তৃণমূলের

অন্য কোনও কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দিদি? মোদীর প্রশ্নে ‘না’ তৃণমূলের

উলুবেড়িয়া:  ভবানীপুর ছেড়ে এবার নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটে নেমেছেম মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এরই মধ্যে কানাঘুষো, অন্য আরেকটি কেন্দ্র থেকেও প্রার্থী হতে চলেছেন তিনি৷ এই প্রসঙ্গ তুলে এদিন খোঁচা দিয়ে মোদী বলেন, দিদি এটা কি সত্যি? 

আরও পড়ুন-  উনি এখানে ‘কুটুম্ব’, ‘বেগম’-এর জেতা হচ্ছে না, বয়ালে চরম কটাক্ষ শুভেন্দুর

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আপনি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছেন৷ সেখানকার মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে৷ এর পর অন্য কোথাও গেলেও বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে৷’’ যদিও অন্য কোনও কেন্দ্র থেকে ভোটে লড়ার গুজব উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এমনটাই এএনআই সূত্রে খবর৷ 

আরও পড়ুন- ক্ষুব্ধ মমতার অভিযোগ পেয়ে আশ্বাস দিলেন রাজ্যপাল, টুইট করলেন নিজেই

প্রসঙ্গত, এর আগে টালিগঞ্জ কেন্দ্র থেকে তিনি লড়তে পারেন বলেন প্রার্থী ঘোষণার সময়েই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই শুরু হয় জল্পনা৷ গত জানুয়ারি মাসে প্রথম নন্দীগ্রামে গিয়ে তিনি জানিয়েছিলেন সেখান থেকে প্রার্থী হবেন৷ এর পর প্রার্থী তালিকা ঘোষণার সময় জল্পনা উস্কে টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি বলেন, এখানে আমিও প্রার্থী হতে পারি৷ অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব৷ এর পর থেকেই দানা বাঁধতে থাকে জল্পনা৷ আর আজ মমতাকে সরাসরি নিশানা করলেন নমো৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =