দিদি বলছেন সব মুসলিন এক হও, সব হিন্দুদের এক হও বললে আমার চুল ছিঁড়ে দিতেন, মোদী

দিদি বলছেন সব মুসলিন এক হও, সব হিন্দুদের এক হও বললে আমার চুল ছিঁড়ে দিতেন, মোদী

কোচবিহার:  কোচবিহারের জনসভা থেকে এদিন মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তোপ দেগে তিনি বলেন, ‘‘সম্প্রতি দিদিকে বলতে শোনা যাচ্ছে, সব মুসলিম একজোট হয়ে যাও৷ ভোট ভাগ হতে দিও না৷ দিদি আপনি যখন এমন কথা বলছেন, তখন এটা নিশ্চিত যে আপনিও মনে মনে বুঝে গিয়েছেন মুসলিম ভোট ব্যাঙ্কও আপনার হাত থেকে বেরিয়ে গিয়েছে৷ মুসলিমরাও আপনার থেকে দূরে চলে গিয়েছে৷’’ তাঁর কথায়, এক সময় এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি ছিল৷  

আরও পড়ুন-  গণতন্ত্রকে ধর্ষণ, লুন্ঠন করছে বিজেপি! প্রচণ্ড ক্ষুব্ধ মমতা

মোদী আরও বলেন, আপনি সব সময় নির্বাচন কমিশনকে গালিগালাজ করতেই থাকেন৷ সকাল সন্ধে একই কথা বলেন৷ কিন্তু আমি যদি বলতাম সব  হিন্দু একজোট হয়ে যাও, বিজেপিকে ভোট দাও, তাহলে কমিশন আমাকে নোটিশ পাঠিয়ে দিত। প্রধানমন্ত্রীও নোটিশ পেতেন আর  প্রার্থীও নোটিশ পেতেন। সমস্ত কাগজে ফলাও করে এই খবর ছাপা হত৷ আর এডিটোরিয়াল লিখে লিখে আপনি আমার চুলই ছিঁড়ে দিতেন। আপনাকে কমিশন নোটিশ পাঠিয়েছে কিনা আমি জানি না৷ কিন্তু আপনার এই কথা থেকই স্পষ্ট, যাঁদের ভরসায় আপনি ভোটের ময়দানে ছিলেন, তাঁরা চলে গিয়েছে৷ তাই প্রকাশ্যে বলছেন, মুসলমানরা এক হও, আমাকে বাঁচাও৷ আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে আপনি ভোটে হারছেন৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে বুথে বসে যে খেলাটা খেলেছেন, তাতেই স্পষ্ট আপনি হেরে গিয়েছেন, খোঁচা মোদীর

মোদী আরও বলেন, যে নির্বাচন কমিশন দু’বার ভোট করিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে৷ আজ সেই নির্বাচন কমিশনকে নিয়েই আপনার সমস্যা? যে ইভিএম বাম সরকারকে উপড়ে ফেলতে সাহা়য্য করছিল, নাগরিকের ইচ্ছা পূরণ করেছি আজ সেই ইভিএম-এও আপনার সমস্যা৷ এর মানে, আপনার খেলা শেষ৷ যে কেন্দ্রীয় বাহিনীর কথা আপনি বলতেন, আজ তাদের উপর আপনি ক্ষুব্ধ৷ তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =