বর্ধমান: পঞ্চম দফা ভোটের মাঝেই প্রচারে ঝড় মমতার৷ বর্ধমানের সভা থেকে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে৷ করোনার বাড়বাড়ন্তের জন্য মোদীকে তুলোধোনা করলেন তিনি৷
আরও পড়ুন- ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! সব্যসাচী দত্তকে ঘিরে তুমুল বিক্ষোভ, উত্তপ্ত নয়াপট্টি
এদিন মমতা বলেন, প্রধানমন্ত্রী রোজ রাজ্য আসছেন৷ কোভিড নিয়ে তাঁর কোনও চিন্তা নেই৷ উনি কোভিড সংক্রমণ বাড়িয়ে দিয়েছেন৷ পাঁচ-ছয় মাস কোভিড ছিল না৷ সেই সময় উনি সকলকে টিকা দিতে পারতেন৷ তাহলে নতুন করে করোনা সংক্রমণ হত না৷ তিনি সেটা করেননি৷ আর যাঁদের টিকা দিয়েছেন, তাঁদেরও নতুন করে কোভিড হচ্ছে৷ মমতা বলেন, আমরা টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে চেয়েছিলাম৷ সে কথা চিঠি লিখেও বলা হয়েছিল৷ কিন্তু তা সত্বেও আমাদের টিকা দেওয়া হয়নি৷ তার উপর বাংলায় এখন ১০ হাজার লোক বাইরে থেকে এসে বসে রয়েছে৷ এখানে বহিরাগত গুণ্ডাদের আনা হচ্ছে৷ তাঁদের অধিকাংশই কোভিড নিয়ে এসেছে৷
মমতার অভিযোগ, ওরা বাংলায় কোভিড ছাড়াচ্ছে৷ তিনি বলেন, আমি বাংলার লোকেদের দিয়ে প্যান্ডেল করাচ্ছি৷ অথচ নরেন্দ্র মোদীর সভায় জন্য প্যান্ডেল করতে বাইরে থেকে লোক আনা হচ্ছে৷ তাঁদের মধ্যে অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন৷ এবার সাফ বলা হয়েছে, বাইকে থেকে যেই আসুন না কেন, তাঁকে কোভিড টেস্ট করে রাজ্যে ঢুকতে হবে৷ বাংলা কেন এই সংক্রমণের দায় নেব? মহারাষ্ট্র, গুজরাত. লখনউয়ে কোভিড ভর্তি হয়ে গিয়েছে৷ তাই নিজেদের নিজেকেই রক্ষা করতে হবে৷ আমাদের রাজ্যে অ্যালার্মিন না হলেও, যতটুকু হয়েছে তার জন্য দায়ী বহিরাগতরাই৷