ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! সব্যসাচী দত্তকে ঘিরে তুমুল বিক্ষোভ, উত্তপ্ত নয়াপট্টি

ভোটারদের ভয় দেখানোর অভিযোগ! সব্যসাচী দত্তকে ঘিরে তুমুল বিক্ষোভ, উত্তপ্ত নয়াপট্টি

সল্টলেক:  শান্তিনগরের পর নতুন করে অশান্তি ছড়াল সল্টলেকের নয়াপট্টিতে৷ বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ঘিরে তুমুল বিক্ষোভ৷ অভিযোগ, বিভিন্ন জায়গায় গিয়ে ভেটাভোদের ভয় দেখাচ্ছেন তিনি৷ অন্যদিকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের পাল্টা অভিযোগ, ওঁদের পায়ের তলার মাটি চলে গিয়েছে৷ সে কারণেই বিক্ষোভ দেখাচ্ছে৷ এই সব করে টিআরপি বাড়াতে চাইছে৷ 

আরও পড়ুন- গ্রাউন্ড জিরো’তে প্রভাব নেই, সরকার গড়তে পারবে না বিজেপি, দাবি গুরুং-এর

তৃণমূল নেতা জয়দেব নস্করের অভিযোগ, নিরাপত্তা রক্ষীরা গুলি করার হুমকি দিয়েছেন তাঁকে৷ এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, ওঁনারা তো আমার লোক নয়৷ সরকারের লোক৷ তাঁদের প্রশ্ন করুন৷ অভিযোগ, এদিন জয়দেব নস্কর বাড়ি থেকে বেরনোর সময় সেখানে এসে পৌঁছন সব্যসাচী দত্ত৷ তাঁকে প্রশ্ন করেন কেন এলাকায় ঘুরছেন৷ এর পরেই রাস্তায় নেমে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ একদিকে সব্যসাচী দত্ত, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ দু’পক্ষের মধ্যে তুলুন অশান্তি বাধে৷ পুলিশ অফিসাররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷ স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল৷ সব্যসাচী দত্ত এসে এখানে গন্ডোগোল বাঁধানোর চেষ্টা করেন৷ সব্যসাচী দত্তের অভিযোগ, একটা বাড়িতে এত লোক থাকতে পারে না৷ যাঁরা রয়েছে তাঁরা কারা? প্রসঙ্গত, নয়াপট্টি বুথের ১০০ মিটারের মধ্যেই চলছে এই বিক্ষোভ৷ বিজেপি প্রার্থীর কথায়, এটা প্রশাসনের ব্যর্থতা৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =