কলকাতা: ‘প্রজাপতি’ নিয়ে বিস্তর রাজনৈতিক তরজার মাঝে তিনি ছিলেন চুপ৷ প্রজাপতি বিতর্কে দেব মুখ খুললেও, প্রতিক্রিয়া জানাননি মিঠুন চক্রবর্তী৷ অবশেষে নীরবতা ভেঙে প্রজাপতি-বিতর্কে মুখ খুললেন মহাগুরু৷ নিজস্ব কায়দায় জানালেন, তাঁর টিআরপি কোনওদিনই কমানো যাবে না।
আরও পড়ুন- বড় অভিযোগে বিদ্ধ তিনি, আদালতে হাজিরা দিলেন নিশীথ প্রামাণিক
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমার টিআরপি নামাতে চেয়েছিলিস। মরা অবধি পারবি না।” এদিন কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তৃণমূল মুখপাত্রের নাম শুনেই কার্যত দূরছাই ভঙ্গিতে মহাগুরু বলেন, “আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিতে নেই।” প্রসঙ্গত, ত্রিপুরায় সামনেই ভোট৷ তার আগে দলের হয়ে প্রচারে যাচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক৷ কলকাতা বিমানবন্দর থকে ত্রিপুরায় উড়ে যাওয়ার আগে এমনই মন্তব্য করলেন মিঠুন।
প্রজাপতিতে মিঠুনের অভিনয় প্রসঙ্গে ব্যঙ্গ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, “আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়! ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ফাটাফাটি হয়ে যেত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওকেও একটু বলতে হচ্ছে।” শুধু তাই নয়, কুণাল আরও বলেন, পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকে মিঠুনকে ১০ গোল দিয়ে দিয়েছেন।
যদিও কুণালের এই বক্তব্য সমর্থন করেননি তৃণমূল সাংসদ তথা টলি তারকা দেব। বরং পাল্টা বলেছিলেন, কুণাল ঘোষ ছবি সম্পর্কে বোঝেন না। এরপরেও একাধিকবার মিঠুনের সমর্থনে সরব হয়েছেন দেব। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রজাপতি সিনেমার দৃশ্যের একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে দেখা যায়, মিঠুনকে হাত ধরে বার করে আনছেন দেব৷ ক্যাপসনে লেখেন, ‘এমনি’। তা নিয়েও কম চর্চা হয়নি। এবার প্রজাপতি নিয়ে সরব মিঠুন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>