কান্না থামছে না জওয়ানের মেয়ের, আর্জি, ‘মাওবাদী কাকু, বাবাকে ফিরিয়ে দাও’

কান্না থামছে না জওয়ানের মেয়ের, আর্জি, ‘মাওবাদী কাকু, বাবাকে ফিরিয়ে দাও’

সুকমা: ছত্রিশগড়ের মাওবাদী হামলায় ইতিমধ্যেই শহীদ হয়েছেন ২২ জন জওয়ান। এই মুহূর্তেও ৩২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন জওয়ান, কমান্ডো রাকেশ সিং মনহাসকে বন্দি করেছে মাওবাদীরা। সেই নিখোঁজ জওয়ানের মেয়ে অঝোরে কেঁদে চলেছে। তার এখন একটাই আর্জি, ‘মাওবাদী কাকু আমার বাবাকে ফিরিয়ে দাও।” পরিবারের সদস্যকে নিয়ে প্রচন্ড চিন্তিত বাকিরা। 

পাঁচ রাজ্যের নির্বাচনের আবহে ছত্রিশগড়ে মাওবাদী হামলা হয়েছে সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশ। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, মাওবাদীদের ইউ আকৃতির ফাঁদে পড়ে গিয়েছিলেন জওয়ানরা। এতে গোয়েন্দা দপ্তরের কোন ব্যর্থতা ছিল না। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বদলার হুঁশিয়ারি দিয়েছেন মাওবাদীদের উদ্দেশ্যে। যদিও এই নিখোঁজ জওয়ানকে নিয়ে এখন চিন্তায় গোটা দেশ। ইতিমধ্যে তাঁর মেয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, সে তার বাবাকে খুব মিস করছে, আর মাওয়াবাদী কাকুরা যেন তার বাবাকে ফিরিয়ে দেয়। উল্লেখ্য, ছত্রিশগড়ের স্থানীয় দুজন সাংবাদিকের কাছে রহস্যজনক ফোন আসার পরে জানা যায় যে ওই জওয়ানকে মাওবাদীরা আটক করেছে। পরবর্তী ক্ষেত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই তাঁর ছবি পাঠানো হবে। ইতিমধ্যে মাওবাদীরা সেই ছবি ভাইরাল করেছে। গত ৩ এপ্রিল থেকে নিখোঁজ এই জওয়ান। 

আরও পড়ুন- বাংলায় করোনা পরিস্থিতি কেমন? ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কমিশনকে এতহাত মমতার

প্রসঙ্গত, এমনভাবে নিরাপত্তাবাহিনীকে ফাঁদে ফেলা হয়েছিল যে একসঙ্গে গুলি, বোমা এবং রকেট নিক্ষেপ করা হয় তাদের উদ্দেশ্যে! গাছপালা হীন খোলা জায়গায় তাদের ঘিরে ধরেছিল কমপক্ষে ৪০০ মাওবাদী জঙ্গি। ঘটনাস্থলে কার্যত কিছু করার ছিল না নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। একের পর এক হামলায় শহীদ হন তারা। যদিও এই ঘটনার প্রেক্ষিতে সিআরপিএফ কর্তা কুলদীপ সিং দাবি করছেন, এই আধা সেনা অভিযানে কৌশলগত ত্রুটি ছিল না এবং গোয়েন্দা তথ্যেও কোনো রকম ভুল ছিল না। শুধুমাত্র মাওবাদীদের ফাঁদে পড়ে গিয়েছিল তারা। আর যে জায়গায় এই হামলার ঘটনা ঘটে সেখানে গাছপালা না থাকায় লুকিয়ে পড়ার জায়গা পাননি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =