আরও উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

আরও উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

05b86f9bd63a85331cf6380d957c5545

কলকাতা:  রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেশ কয়েকদিন ধরেই সকাল ও রাতে বেশ কনকনে ভাব অনুভূত হচ্ছিল৷ মনে হচ্ছিল দরজায় কড়া নাড়ছে শীত৷ কিন্তু কোথায় কী! জাঁকিয়ে শীত পরার বদলে কলকাতায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। রবিবারের পর সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। 

আরও পড়ুন- বিদায় ‘ফাইটার’! ২০ দিনের লড়াই শেষ, চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। রবিবারের আগে শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছিল। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা আরও খানিকটা বেড়ে হয় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরও খানিকটা বেড়ে ছুয়ে ফেলল ২০-র ঘর৷ 

যদিও নিম্নচাপের প্রভাব বেশি দিন থাকবে না বলেই জানাচ্ছেন আবহবিদদের। তাঁরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ফের তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি কমবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এই নিম্নচাপ কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে৷