‘মা অসুস্থ, ব্যাঙ্ককে যেতে চাই’, হাই কোর্টে আর্জি অভিষেক-শ্যালিকা মেনকার

‘মা অসুস্থ, ব্যাঙ্ককে যেতে চাই’, হাই কোর্টে আর্জি অভিষেক-শ্যালিকা মেনকার

কলকাতা: মা অসুস্থ৷ ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। উচ্চ আদালতে মেনকা জানান, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাঙ্ককে রয়েছেন। তাঁর ব্যাঙ্কক যাওয়াটা অত্যন্ত জরুরি৷ 

আরও পড়ুন- দু’দিনে হাওড়া থেকে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ, প্রচুর সোনার গহনা, দু’টি ল্যাপটপ-সহ বহু নথি

কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়ে আবেদন জানিয়ে মেনকাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে মেনকার এই আবেদনে আপত্তি তুলেছেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। তাঁর দাবি, মেনকা গান্ধীর নামে ‘লুক আউট’ নোটিস জারি রয়েছে। এই সময় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত হবে না৷ 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে ব্যাঙ্কক যাওয়ার জন্য দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা৷ সেই সময় তাঁকে ব্যাঙ্কক যেতে বাধা দেওয়া হয়৷ অভিযোগ, বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময় তাঁকে বাধা দেন অভিভাসন দফতরের আধিকারিকরা৷ প্রায় আড়াই ঘণ্টা তাঁকে বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ৷ অভিবাসন দফতরের তরফে জানানো হয়,  একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে ইডি ‘লুক আউট’ নোটিস জারি করেছে৷ সেই কারণেই তাঁকে দেশ ছেড়ে যেতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে সেদিন ফিরে আসেন মেনকা৷ 

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে ইডি-র নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীর৷ তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিকবার ইডি তলব করেছে তাঁদের। সেই মামলার তদন্ত চলছে। সেই কারণেই  মেনকার গতিবিধির ওপর নজর রেখেছে ইডি৷