দু’দিনে হাওড়া থেকে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ, প্রচুর সোনার গহনা, দু’টি ল্যাপটপ-সহ বহু নথি

দু’দিনে হাওড়া থেকে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ, প্রচুর সোনার গহনা, দু’টি ল্যাপটপ-সহ বহু নথি

শিবপুর: ফের রাজ্যে উদ্ধার কোটি কোটি টাকা৷ রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ড ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাড়া তাড়া বাণ্ডিল উদ্ধার করে পুলিশ৷ সোমবার সকাল পর্যন্ত দু’দিনে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ রবিবার সকালেই হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দেয় পুলিশ। তার পর থেকে তিন দফায় শৈলেশ এবং তাঁর ভাই অরবিন্দের একাধিক আবাসনে চলে তল্লাশি অভিযান। সোমবার সকাল পর্যন্ত উদ্ধার প্রচুর পরিমাণে সোনা এবং হিরের গহনা। এছাড়াও দুই ব্যবসায়ীর অভিজাত আবাসন থেকে দু’টি ল্যাপটপ, একটি টেবল-সহ বেশ কিছু ব্যাঙ্ক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে৷

আরও পড়ুন- মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নিল ফুটফুটে সন্তান, চিকিৎসকদের কুর্নিশ পরিবারের

 
একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থের লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷ তারা বিষয়টি হেয়ার স্ট্রিট থানার পুলিশকে জানায়। এই অভিযোগের ভিত্তিতেই ওই অ্যাকাউন্টের মালিক শৈলেশের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই রবিবার শিবপুরের শুরু হয় তল্লাশি।

প্রথমে একটি অভিযাত আবাসনে রাখা গাড়ি থেকে ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা সহ সোনা, রুপো এবং হিরের গহনা উদ্ধার করা হয়। এর পর শিবপুর পুলিশের সহায়তায় অভিযান শুরু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷ ব্যবসায়ী শৈলেশ পাণ্ডর আবাসনে হানা দেয় ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার পুলিশ। দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা৷ রবিবার রাতেই শৈলেশের ৩৬ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনের দু’টি ফ্ল্যাট এবং তাঁর ভাই অরবিন্দের একটি আবাসন থেকে প্রায় নগদ ৬ কোটি টাকা উদ্ধার করা হয়। সোমবার সকালে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮ কোটি ১৫ লক্ষ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।