“তৃণমূলের কাজেও কিন্তু হাতুড়ি লাগে”, হঠাৎ ঘাসফুল পার্টি অফিসে ঢুকে বললেন সেলিম

চন্ডীতলায় প্রচারে বেরিয়ে আচমকাই তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়েন বাম নেতা

645f08cd51baeb04504f69075eb98dd5

চন্ডীতলা: সৌজন্যের রাজনীতি বাংলার ইতিহাসে নতুন নয়, এর আগেও একাধিক বার বিপরীত দলের রাজনৈতিক নেতা কর্মীদের দেখা গেছে সৌজন্য বিনিময় করতে। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যখন দরজায় এসে কড়া নাড়ছে, যখন দিনের পর দিন রাজনৈতিক উত্তেজনায় বাড়ছে ভোট পূর্ববর্তী উত্তাপ, তখন রাজনীতির আঙিনায় সৌজন্যের ছবিটা নিতান্তই বিরল। আর এদিন প্রচলিত সেই ধারণাই ভাঙলেন বাম নেতা মহম্মদ সেলিম। 

আরও পড়ুন-  ‘তৃণমূলের ইস্তেহার নকল করেছে বিজেপি!’, তীব্র কটাক্ষ সৌগতর

এবারের বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন তাঁরই বিধানসভা এলাকায় এক মজাদার কাণ্ড ঘটান বর্ষীয়ান এই রাজনীতিবিদ, ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী এমন করেছেন মহম্মদ সেলিম? 

বামপন্থী দলগুলির সমর্থক একটি ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চন্ডীতলায় প্রচার চালাতে গিয়ে আচমকাই তৃণমূলের এক পার্টি অফিসে ঢুকে পড়েন মহম্মদ সেলিম। আর তারপর পার্টি অফিসের টেবিলের উপর রাখা একটি হাতুড়ি তুলে আনেন। আশেপাশে উপস্থিত উৎসাহী জনতার দিকে তাকিয়ে এরপর রসিক ভঙ্গিতে বাম নেতা বলে ওঠেন, “এই দেখো, তৃণমূল করলেও কর্মীদের কাজে হাতুড়ি লাগে, কি তাই তো?”

প্রবীণ এই নেতার এহেন আচরণে ক্ষুব্ধ হওয়া দূর, বরং মজাই পেয়েছেন পার্টি অফিসে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। ভিডিওতে তাঁদের সকলকেই হাসাহাসি করতে দেখা যায়। চন্ডীতলায় রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার চালাতে গিয়ে আচমকাই ওই ঘাসফুল পার্টি অফিসে ঢুকে পড়েছিলেন বাম নেতা। ভোটের আগে চারিদিকে যখন রাজনৈতিক নেতা কর্মীরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, যখন ভোটের নামে ছড়াচ্ছে হিংসাও, তখন এই সৌজন্যের দৃষ্টান্ত নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

আরও পড়ুন- প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরেও রয়েছে ক্ষোভ, স্বীকারোক্তি অধীরের

উল্লেখ্য, চন্ডীতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এলাকার বিধায়ক স্বাতী খন্দকর। তবে এবার গেরুয়া শিবিরের তরফেও এই কেন্দ্রে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত এই কেন্দ্র থেকে পদ্মফুল হাতে লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *