সংক্রমণ রুখতে ৪ দিন বন্ধ থাকবে শহরের ব্যস্ততম বাজারগুলি

সংক্রমণ রুখতে ৪ দিন বন্ধ থাকবে শহরের ব্যস্ততম বাজারগুলি

কলকাতা:  রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ৷ শহর কলকাতার আকাশেও করোনার আস্ফালন৷ এই পরিস্থিতিতে সংক্রমণের চেন ভাঙতেকলকাতার বেশ কিছু বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল৷ শহরের কিছু গুরুত্বপূর্ণ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন৷ 

আরও পড়ুন- ভ্যাকসিন পেতে গিয়ে মানা হচ্ছে না করোনা বিধি, রাজ্যবাসীকে বার্তা নবান্নের

উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে আজ থেকে আগামী চারদিন এই বাজারগুলি বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সংগঠন৷ এর ফলে বন্ধ থাকবে চাঁদনী চক,  প্রিন্সেপ স্ট্রিট,  এজরা স্ট্রিট,  ম্যাংগো লেন ও ক্যানিং স্ট্রিট-এর মত বাজারগুলি৷ রবিবার পর্যন্ত বাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার৷ সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই উদ্যোগ। তবে খোলা থাকবে পোস্তা, বৈঠকখানার মতো অত্যাবশ্যকীয় পণ্যের বাজার৷ যাতে মুদি, ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্য পেতে অসুবিধা না হয়৷ বুধবারই এই সিদ্ধান্তের কথা জানায় কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন৷ 

পাশাপাশি মহিষাদলের ব্যবসায়ীরাও নিজেদের উদ্যোগো স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে সপ্তাহে একদিন পূর্ণদিবস দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ বৃহস্পতিবার করে বন্ধ থাকবে মহিষাদলের সব দোকানপাট৷ এর আগে গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *