কলকাতা: টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বহু মানুষ দেশজুড়ে করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। তবে আপাতত ভ্যাকসিনের আকাল দেখা দিচ্ছে একাধিক জায়গায়। অনেকেই অভিযোগ করছেন যে ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এই প্রেক্ষিতে একাধিক স্বাস্থ্যকেন্দ্রে ভিড় বাড়ছে এবং করোনাভাইরাস নিয়মবিধি কেউ মানছেন না। এই প্রেক্ষিতে এবার রাজ্যবাসীকে বার্তা দিল নবান্ন।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দিনপ্রতি করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে ভ্যাকসিনের চাহিদা আকাশছোঁয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। সেই প্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়ে সরকারের পাশে থাকা এবং নির্দিষ্ট নিয়ম বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ভ্যাকসিন পাওয়ার জন্য যাতে স্বাস্থ্যকেন্দ্র গুলোতে অতিরিক্ত ভিড় না করা হয় সেই বিষয়ে নজর দিতে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানানো হয়েছে। সামগ্রিকভাবে সকলকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই ভ্যাকসিন সম্পর্কিত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সকলে ভ্যাকসিন পাবেন।