ছত্তিশগড়ে পুলিশের কনভয়ে মাও হানা, মৃত ৩ পুলিশকর্মী

ছত্তিশগড়ে পুলিশের কনভয়ে মাও হানা, মৃত ৩ পুলিশকর্মী

ছত্তিশগড়: দেশজুড়ে ভোটের মরশুম। পাঁচ রাজ্যে বেজেছে বিধানসভা নির্বাচনের দামামা। তার মাঝেই সক্রিয় হল ছত্রিশগড়ের মাওবাদীরা। মঙ্গলবার রাজ্য পুলিশের কনভয়ে প্রাণঘাতী হামলা চালাল মাওবাদীরা। হামলায় মৃত্যু হয়েছে ৩ পুলিশকর্মীর৷ আহত প্রায় ২০ জন। 

আরও পড়ুন-  চোখ রাঙানি উধাও! এবারে থেকে ২১ পেরোলেই করা যাবে মদ্যপান

ছত্রিশগড় পুলিশের ডিজিপি ডিএম আওয়াস্থি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মাওবাদীদের বিরুদ্ধে একটি অপারেশন থেকে ফিরছিল রাজ্য পুলিশের একটি দল। পথে নারায়ণপুর জেলার কাদেমেতা ও কানহারগাঁও গ্রামের মাঝে মাওবাদীদের ল্যান্ডমাইন পাতা ছিল।” সেই ল্যান্ডমাইন থেকেই পুলিশের একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই আইইডি বিস্ফোরণে ২০ জনেরও বেশি পুলিশকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ানের।  

আরও পড়ুন- “বৃষ্টির জল নষ্ট নয়”! জল সংকট মোচনে কড়া বার্তা মোদীর

ছত্রিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে একটি অপারেশনের শেষে নারায়ণপুর জেলার ধাওদাই গ্রাম থেকে পাল্লেনার গ্রামের দিকে যাচ্ছিল রাজ্য পুলিশের বাসটি। মাঝপথেই ঘটে এই দুর্ঘটনা। যদিও এখনও ছত্রিশগড় সরকারের তরফে বেশি কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =