কলকাতা: ভোটের কাজে ব্যস্ততার ওজরে আইকোর মামলায় ইডির দফতরে হাজিরা এড়ালেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া৷ এর আগে আইকোর মামলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল ইডি। সোমবার পার্থ চট্টোপাধ্যায় এবং বাপ্পাদিত্যর পাশাপাশি মানস ভুঁইয়াকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে৷ কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দেন মানস৷
আরও পড়ুন- করোনা পরিস্থিতি মোকাবিলা জরুরি বৈঠকে নবান্ন
জানা গিয়েছে, আইকোর মামলার তদন্তে নেমে একটি ভিডিয়ো ফুটেজ হাতে আসে ইডি’র আধিকারিকদের। সেখানে আইকোরের অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা যায়। তাঁর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হবে৷ অন্যদিকে, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুকে তলব করেছে ইডি৷ আগামীকাল সল্টলেকে সিজিও কলপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে৷
এদিকে আবার কয়লাকাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ জানা গিয়েছে ২ দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছিলেন না বিকাশ। গতকাল দুপুরে সিবিআই দফতরে জেরার সময় তিনি অসুস্থ বোধ করেন। তখনই তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে বিনয় মিশ্র এখনও ফেরার৷
আরও পড়ুন- ফের লকডাউন আতঙ্ক! ঘরে ফিরছে বাংলার হাজারো পরিযায়ী শ্রমিক
শুক্রবার ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয় বিকাশ মিশ্রকে৷ ওই দিনই আসানসোলের আদালতে তোলা হয় তাঁকে৷ সম্প্রতি দিল্লির বসন্ত বিহার এলাকা থেকে ধরা পড়েন তিনি৷ কয়লাকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধরা পড়েন বিনয়ের ভাই৷ তাঁকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে৷ শুক্রবার তাঁকে রাজ্যে ফিরিয়ে আনার পর বিকাশকে হেফাজতে নেয় সিবিআই৷