বাড়ছে করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকে থাকছেন না মমতা

বাড়ছে করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকে থাকছেন না মমতা

নয়াদিল্লি:  ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ৷ মহারাষ্ট্রে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ মধ্যপ্রদেশের পরিস্থিতিতও বেশ উদ্বেগজনক৷ ভাবাচ্ছে গুজরাত৷ সংক্রমণ ছড়ানোর খবর আসতে শুরু করেছে বিভিন্ন রাজ্য থেকে৷ বাড়তে থাকা করোনা উদ্বেগের মধ্যেই বুধবার ফের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকে উপস্থিতি থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  করোনার মাঝেই শিবরাত্রির ভিড়! “ভগবানই দায়ী”, বললেন বিজেপি নেতা

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাতের পাশাপাশি যে সকল রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই রাজ্যগুলি নিয়ে এদিন বৈঠকে বিশেষ ভাবে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে৷ এই সকল রাজ্যে ভ্যাকসিনের প্রয়োজনীয়তার উপরেও জোড় দেওয়া হবে৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯০৩ জন৷ সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমছে সুস্থহার হারও৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের৷ সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৪১ জন৷ আর সংক্রমণের নিরিখে ফের শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্র৷ গত ছয় দিন ধরেই দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপরে রয়েছে৷ মহারাষ্ট্রের মতো যে সকল রাজ্যগুলিতে কোভিড অতিরিক্ত মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে, সেই রাজ্যগুলির জন্য আজকের বৈঠকে বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে দ্রুত টিকাকরণের কাজ সম্পন্ন করার উপরেও জোড় দেওয়া হবে৷ 

আরও পড়ুন-  গেরুয়া চক্রবুহ্যে দেশের রাজনীতি? শেষ ৪ বছরে রেকর্ড MP-MLA যোগদান!

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল আজকের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলা ভোটের তপ্ত ময়দানে আমনে-সামনে মোদী-মমতা৷ বাংলা দখলে বারবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রতিটি সভা থেকেই তিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে৷ মমতাকে নিশানায় রেখে শব্দবানে বিদ্ধ করেছেন নমো৷ অন্যদিকে, ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীও৷ এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উপস্থিত থাকবেন না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা খুবই স্বাভাবিক৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *