মঞ্চ থেকে বল ছুঁড়ে বিজেপি’কে ‘বোল্ড আউট’ করলেন মমতা!

মঞ্চ থেকে বল ছুঁড়ে বিজেপি’কে ‘বোল্ড আউট’ করলেন মমতা!

কলকাতা:  তাঁর একটি পায়ে চোট৷ বলা যায় ভাঙা পা নিয়েই ভোট ময়দানে ‘খেলতে’ নেমেছেন তিনি৷ কিন্তু তাতে কি? নারায়ণগড়ের সভা থেকে প্লাস্টিকের ফুটবল ছুঁড়েই শিখিয়ে দিলেন কী ভাবে ‘বোল্ড আউড’ করতে হবে বিজেপি’কে! 

আরও পড়ুন-  বাংলা ভোটে অটুট হিংসার ‘ঐতিহ্য’! তবুও ভোটের লাইনে ৮০% ভোটার

এদিন ভাষণ দেওয়ার সময়ই মঞ্চ থেকে তাঁর নজর গিয়েছিল একটি প্লাস্টিকের ফুটবলের দিকে৷ তড়িঘড়ি সেটা চেয়েও নেন তিনি৷ বলটিকে পাশে রেখেও দেন৷ আর বক্তব্যের মাঝেই একজন মহিলাকে মঞ্চের সামনে ডেকে নেন তিনি৷ সভার উত্তাপ বাড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, খেলা হবে তো৷ মেয়েরা হাতা-খুন্তি, ঝাণ্ডা নিয়ে খেলবে৷ হাডুডু, কবাডি খেলবে৷ ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলবে৷ খেলা হবে আর বিজেপি’কে বোল্ড আউট করা হবে৷ এর পরেই হুইলচেয়ার থেকেই ওই মহিলার উদ্দেশে বলটি ছুড়ে দেন৷ ওই মহিলা বলটি ধরে ফেলতেই তিনি ‘বোল্ড আউট’ বলে চেঁচিয়ে ওঠেন৷ বলেন, বিজেপি বোল্ড আউট হয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- ‘কী ভাবে অমিত শাহ? এত ঔদ্ধত্য কীসের?’ চরম আক্রমণাত্মক মমতা!

এর পরেই তাঁর হুঙ্কার, ‘‘আমি যেটা বলি সেটাই করি৷ শুনুন খেলতে আমিও ভালো পারি৷ এক পায়েই এমন শট দেব যে বিজেপি’কে মাঠের বাইরে বার করে দেব৷ একেবারে রাজনৈতিকভাবে কানমুলে বার করে দেব৷’’ এই সভা থেকেই তিনি সুর চড়ান অধিকারীদের বিরুদ্ধে৷ গদ্দারের জ্যাঠামাশাই বলে তাঁদের বিরুদ্ধে তোপ দাগেন৷ হুঙ্কার দিয়ে বলেন,  ২৮ মার্চ থেকে ১ এপ্রিল আমি নিজে নন্দীগ্রামে থাকব৷ ওই মীরজাফরদের গুণ্ডামী দেখতে চাই৷ দেখব কত গুণ্ডামী করতে পারে৷ তাঁর প্রশ্ন, নন্দীগ্রাম নিয়ে এত মাথা ব্যথা কেন? নন্দীগ্রামে সব কাজ আমি করে দিয়েছি৷ আর নিজের নামে দেওয়া লিখেছে৷ সবই যদি করে থাকে তাহলে কাউকে পূর্ব মেদিনীপুরে ঢুকতে দেয় না কেন? পাশাপাশি অমিক শাহ আর নরেন্দ্র মোদীকেও একহাত নেন তৃণমূল নেত্রী৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =