‘ফেঁসে যাবেন, পাশে থাকবে না সরকার,’ কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মমতার

‘ফেঁসে যাবেন, পাশে থাকবে না সরকার,’ কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মমতার

কলকাতা:  কেন্দ্রীয় বাহিনীকে এবার মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ শীতলকুচি কাণ্ডে ইতিমধ্যেই  এফআইআর দায়ের করা হয়েছে৷ মমতার দাবি, ‘‘ফেঁসে যাবে৷ পাশে থাকবে না কেন্দ্রীয় সরকার৷’’ 

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে করোনা, কেন্দ্রের সহযোগিতা চেয়ে মোদীকে চিঠি মমতার

কৃষ্ণনগরের সভা থেকে এদিন সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়৷ পুলিশ দেখে নেবে৷ কিন্তু যদি কোনও গন্ডগোল হলে বাহিনীর বিরুদ্ধে মামলা হবে৷ মামলা হলে বারবার আসতে হবে৷ মামলায় লড়তে হবে৷ তখন নেতারা আসবেন না৷ সরকারকেও পাশে পাবেন না৷ তাই ওঁদের কথা শুনবেন না৷ আজ আছে কাল নেই৷ ওঁদের কথা শুনলে আপনারাই ফেঁসে যাবেন৷ তিনি আরও বলেন, শীতলকুচির ঘটনায় এফআইআর হয়েছে৷ যাঁরা জড়িত ছিল তাঁরা ফেঁসে গিয়েছেন৷ ওই ইউনিট ফেঁসে গিয়েছে৷ আপনারা নিরপেক্ষ হয়ে রাজধর্ম পালন করুন৷ 

আরও পড়ুন- সঙ্গে রয়েছে ইভিএম, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপি এজেন্ট! অভিযোগ তৃণমূলের

এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই ধরনের অভিযোগ নির্বাচনের শেষ দিন পর্যন্ত চলবে৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের মানুষের কাছে বিষয়টি হাস্যকর হয়ে উঠেছে৷ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে৷ আমি নিজে গতকাল প্রতিদ্বন্দ্বিতা করেছি৷ ওই কেন্দ্রের সাধারণ মানুষই আমাকে বলেছেন যে, গত পাঁচ দশকে এই অঞ্চলে এই ধরনের নির্বাচন তাঁরা দেখেনি৷ মানুষ অবাধে ভোট দিয়েছে৷ যাঁরা আমাদের নিরাপত্তা দেয়, যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে মাও আক্রমণের মধ্যে লড়ে যায়, মাইনে ছিন্নভিন্ন হয়ে যায়, উগ্রপন্থা দমন করতে জীবন বিসর্জন দেয়,  তাঁদের এই ভাবে আহ্বান জানানো হচ্ছে৷ আর এর মধ্যে কেন্দ্রীয় সরকার কী করবে? পরাজয় নিশ্চিত জেনেই ওঁনার অভিযোগের তালিকা বাড়ছে৷ আর যতই এই ধরনের বক্তব্য বাড়বে, ততই বিজেপি’র ভোট শতাংশ বাড়বে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =