উদ্বেগ বাড়াচ্ছে করোনা, কেন্দ্রের সহযোগিতা চেয়ে মোদীকে চিঠি মমতার

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, কেন্দ্রের সহযোগিতা চেয়ে মোদীকে চিঠি মমতার

কলকাতা:  করোনা পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কেন্দ্রের সহায়তা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি ভোটের প্রচারে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার অনুরোধও জানালেন তিনি৷ 

আরও পড়ুন- সঙ্গে রয়েছে ইভিএম, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপি এজেন্ট! অভিযোগ তৃণমূলের

রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া বাড়বাড়ন্তে রাজ্যে ওষুধ ও অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিয়েছে।  এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই চিঠির জবাব আসেনি৷ ওই চিঠিতে সরাসরি টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কেনার অনুমতি চেয়েছিল রাজ্য সরকার৷ রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়ার উদ্দেশেই এই চিঠি পাঠানো হয়েছিল৷ কিন্তু সেই ছাড়পত্র মেলেনি৷ সে কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷  

মুখ্যমন্ত্রীর অভিযোগ,  সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কৃতিত্বের সঙ্গে টিকাকরণের কাজ পরিচালনা করলেও কেন্দ্রীয় সরকারের অনিয়মিত যোগানের ফলে টিকাকরণ কর্মসূচি থমকে যাচ্ছে। রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা নেই৷ মমতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে কলকাতার মতন জনবহুল শহরে সংক্রমনের রুখতে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের প্রয়োজনীয়তা রয়েছে৷  এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ পাশাপাশি রেমেডিসিভিরের মত করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং  অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতেও তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷ 

আরও পড়ুন- নজিরবিহীন ভাবে শিক্ষকের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের, প্রতিবাদ ঐক্য মঞ্চের

সেই সঙ্গে তাঁর উদ্বেগ, যে ভাবে ভোট প্রচারে ভিন রাজ্য থেকে নেতারা আসছেন, তাতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে৷ তাঁদের জনসভায় ভিড় জমাচ্ছেন লাখো মানুষ৷ সে কথা বিবেচনা করে ভিন রাজ্য থেকে নেতাদের আনাগোনা কমানো হোক, দাবি তাঁর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন, মোদীকে চিঠি মমতার

বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন, মোদীকে চিঠি মমতার

কলকাতা: রাজ্য সরকার প্রতিটি রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে চায়। নির্বাচনের আগে প্রতিটি রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য আরও বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটের সময় সকল মানুষ বাধ্য হবেন টিকা ছাড়া ভোট দিতে যেতে। তাই যাতে সকলকে ভ্যাকসিন প্রদান করা যায়, সেই কারণে বেশি পরিমাণে ভ্যাকসিন কেনার আবেদন তিনি করছেন। 

এদিকে, রাজ্যের প্রায় ১ হাজার ৬০০ বেসরকারি হাসপাতাল এবং ৯০ শতাংশ নার্সিংহোম রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজেদের নাম তালিকাভুক্ত করেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। নির্দেশ মেনে রোগীদের পরিবারকে সহায়তা করতে প্রতিটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। এই দিকে যেসব বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে ন্যূনতম দশটি শয্যা রয়েছে সেখানেও আবশ্যিকভাবে এই কার্ড গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবে রোগী ফিরিয়ে দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এমনকি কর্পোরেট হাসপাতালগুলিকেও এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত আজই, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় করোনাভাইরাস টিকা নিতে গেলে টাকা দিয়ে তা কিনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। যদিও সেটা শুধুমাত্র প্রযোজ্য বেসরকারি হাসপাতালের জন্য, সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। যদিও টিকার দাম কত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি চূড়ান্তভাবে। সরকার জানাচ্ছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে করোনা ভাইরাস ভ্যাকসিনের দাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *