শিলিগুড়ি: কলকাতার ব্রিগেড সমাবেশে হাজির হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রবিবাসরীয় মেগা জনসভাকে ঘিরে এখন রাজনৈতিক উন্মাদনা তুঙ্গে। কিন্তু এর মাঝে রাজ্যের রাজধানীতে উপস্থিত নেই মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কেন্দ্র বিরোধী মহামিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- “বিনা পয়সায় চাল কিনে ৯০০ টাকার গ্যাসে ফোটাতে হয়”, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
দেশ জুড়ে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এমতাবস্থায়, দীর্ঘদিন ধরেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়ে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদের ধারাকে অক্ষুন্ন রেখেই এদিন শিলিগুড়ি থেকে মহামিছিলে পা মেলান তিনি। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত এক দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। কলকাতার ব্রিগেডে যখন বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী, তখন সেই মিছিল থেকেই কেন্দ্র বিরোধী প্রতিবাদের স্বর জোরদার করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
রান্নার গ্যাসের মডেল হোক বা পেট্রোল ডিজেলের হোর্ডিং, এদিন তৃণমূলের মিছিলে সবকিছুরই সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। বিশাল মিছিলে পা মিলিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, অবিলম্বে পেট্রোপণ্যের বর্ধিত মূল্য কমাতে হবে, সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে রান্নার গ্যাসের দাম। মুখ্যমন্ত্রীকে সামনে রেখে ঘাসফুল শিবিরের এই বিরাট মিছিলে উত্তরবঙ্গের মানুষ রীতিমতো উত্তেজিত।
আরও পড়ুন- ‘ভাইপোর-পিসি হয়েই রয়ে গেলেন, আপনার স্কুটি নন্দীগ্রামে মুথ খুবড়ে পড়বে’ হুঙ্কার নমোর
এদিকে কলকাতার ব্রিগেড সমাবেশে এদিন প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সিনেমা জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। মাননীয়াকে নন্দীগ্রাম থেকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও। একুশের ভোটের আগে তৃণমূল খুব একটা স্বস্তির জায়গায় আছে বলে মনে হচ্ছে না, বিশেষত সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষণার পর দলের অভ্যন্তরে যে অসন্তোষ দানা বেঁধেছে তা আর গোপন নেই। এমতাবস্থায় এসমস্ত বিপত্তিকে বিশেষ পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে চলেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। বাংলার নীলবাড়ি দখলের লড়াইয়ে শেষ হাসি কে হাসে, সেটাই এখন দেখার।