নারদ কাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রী- আইনমন্ত্রীর নাম যুক্ত করল CBI

নারদ কাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রী- আইনমন্ত্রীর নাম যুক্ত করল CBI

24b0514c5d4de18800a6f29a5a9744f9

 

কলকাতা:  নারদ মামলায় নাটকীয় মোড়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও পক্ষ করল সিবিআই। নারদ কাণ্ডের শুনানি ভিন রাজ্যে স্থানান্তরিত করার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্য রাজ্যে মামলা হস্তান্তর কেসে পক্ষ করা হল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে। বুধবার এই মর্মে সিবিআইয়ের তরফে তাঁদের নোটিস পাঠানো হয়েছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন- বিনামূল্যে টিকা পেয়েছেন, এবার সরকারি তহবিলে পাল্টা অনুদান তাঁদের

সিবিআই-এর দাবি, যে চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তাঁরা অত্যন্ত প্রভাবশালী৷ সোমবার নিজাম প্যালেসের বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে স্পষ্ট যে রাজ্যে নারদ মামলার যোগ্য পরিবেশ নেই৷ সিবিআই-এর উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি হচ্ছে বলেও দাবি৷ প্রসঙ্গত, সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর মুখ্যমন্ত্রী নিজে ৬ ঘণ্টা নিজাম প্যালেসে বসেছিলেন৷ অন্যদিকে, শুনানি চলার সময় আদালতে বসেছিলেন আইনমন্ত্রী৷ উনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেই সিবিআই-এর দাবি। সে কারণেই মমলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানানো হয়েছে। যার ফলেই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে এই মামলায় পার্টি করা হয়েছে বলে অভিযোগ৷ নারদ মামলার (CBI: ACB: Kolkata Case No. RC 0102017A0010 dated 16.04.2017) শুনানি সংক্রান্ত (C.A.N. NO. OF 2021 W.P.A. NO. 10504 OF 2021) মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্ত করা না হলে সিবিআই-এর দাবির ভিত্তি থাকত না বলেও ওয়াকিবহাল মহলের অভিমত৷ 

প্রসঙ্গত, সাংবাদিক ম্যাথু স্যামুয়েল একটি স্ট্রিং অপারেশন চালিয়েছিলেন৷ সেখানে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন এই চার নেতা৷ পাশাপাশি টিকা নিয়েছিলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীও৷ যদিও তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি৷ আপাতত শারীরিক অসুস্থতার জেরে এসএসকেএম-এ ভর্তি রয়েছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়৷ আজ দুপুর ২টোর সময় শুরু হবে শুনানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *