এবার ‘দুয়ারে হাঁসের পালক’! কাশফুল দিয়েও শিল্পের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী

এবার ‘দুয়ারে হাঁসের পালক’! কাশফুল দিয়েও শিল্পের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী

c19f4c997a294dc029b96a20abd199f4

হাওড়া: হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিলেন নয়া শিল্পের হদিশ৷ তিনি বলেন, গত কয়েক বছরে লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷ বিপুল কর্মসংস্থান হয়েছে৷ জেলায় শিল্পোন্নয়নের জন্যেও একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি৷  

আরও পড়ুন- বিজেপি আমাকে যা ইচ্ছা তাই করতে পারে! কীসের ইঙ্গিত তথাগতর

মুখ্যমন্ত্রী বলেন, কাশফুলের বালিশ-বালাপোশের ভালোই চাহিদা রয়েছে৷ উদ্যোগ নিয়ে সেই কাজ করা গেলে কাশফুল থেকে নতুন শিল্প তৈরি হতে পারে। এছাড়াও উলুবেড়িয়ায় রয়েছে শাটল কক ক্লাস্টার৷ এই শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে হাঁসের পালক দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া যেতে পারে৷ প্রসঙ্গ শাটল কক তৈরির জন্য উলবেড়িয়া বেশ বিখ্যাত। এর জন্য প্রয়োজন হল হাঁসের পালক৷ আর সেই পালক চিন কিংবা দেশের অন্যান্য রাজ্য থেকে সংগ্রহ বা আমদানি করা হয়৷ সেই কথা উল্লখ করেই মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘তোমরা তো এখন হাঁসের পোল্ট্রি করছ। এখন তো গ্রামেগঞ্জে হাঁস আছে। সেল্ফ হেল্প গ্রুপকে হাঁসের পালকটা সংগ্রহ করতে বলো। এবার দুয়ারে হাঁসের পালক!”

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, নয়াচরে ফিশিং হাব তৈরি করা হবে৷ মৎস্যজীবীদের জন্য পৃথক ক্রেডিটকার্ড চালুর কথাও বলেন তিনি৷ তাঁর কথায়, কৃষকরা আলাদা। মৎস্যজীবীরা আলাদা। তাঁরা মৎস্যপালন করেন। তাঁদের জন্য আলাদাই হোক ক্রেডিট কার্ড।” এছাড়াও নভেম্বরের শেষেই শুরু হবে ‘বাংলা ডেয়ারি’৷ ঘি, দুধ, পনিরের মতো একাধিক দুগ্ধজাত পণ্য বিক্রি করা হবে। জেলায় জেলায় যাঁরা বাংলা ডেয়ারির ডিলারশিপ নিতে চায়, তাঁদের খোঁজ নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *