বিজেপি আমাকে যা ইচ্ছা তাই করতে পারে! কীসের ইঙ্গিত তথাগতর

বিজেপি আমাকে যা ইচ্ছা তাই করতে পারে! কীসের ইঙ্গিত তথাগতর

3adc8d9eb9ab3515f125e0c4f27f7609

কলকাতা: আবারো একটি বিস্ফোরক টুইট এবং আবারও বড় রকমের অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি শিবির। বঙ্গ বিজেপি নেতা তথাগত রায় আবার এমন কিছু মন্তব্য করেছেন যাতে বাংলার গেরুয়া নেতাদের গলায় কাঁটা লাগতে পারে। বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন তথাগত। সরাসরি বলেছেন যে অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বের করতে হবে। পাশাপাশি দলীয় নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরেও আক্রমণ শানিয়েছেন তিনি। এবার হয়তো অন্য কিছুর ইঙ্গিত দিলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

এদিন আবার কার্যত বোমা ফাটিয়েছেন তথাগত রায়। টুইট করে তিনি লিখেছেন, “বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, যে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।” এই বক্তব্য রেখে তিনি স্পষ্ট করে দিলেন যে দলীয় নিয়ম মেনে কথা বলার সময় শেষ। তাই মনে করা হচ্ছে এখন থেকে এভাবেই প্রকাশ্যে নিজের দলের সমালোচনা আরো বেশি করে করবেন তথাগত রায় যা অবশ্য ভাবে বিজেপির সমস্যা বাড়াবে। তবে এইভাবে নিজের দলের প্রতি ক্ষোভ উগরে দেওয়ায় অনেকেই মনে করছেন যে, আগামী দিনে হয়তো তথাগত রায় দল ছাড়ার মতো কিছু চরম সিদ্ধান্ত নিতে পারেন। এটাও হতে পারে যে বিজেপির তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হল। 

উল্লেখ্য, যে টুইটের প্রেক্ষিতে তথাগত রায় আজ এই মন্তব্য করেছেন সেটিতে আরো বিস্ফোরক ছিলেন তিনি। তিনি বলেছিলেন, “৩ থেকে ৭৭ (এখন ৭০) গোছের আবোল-তাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা এরা দুজনে নেতৃত্ব দিন। পুরনো চক্রের পাশে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এ রকম অবস্থাই চলবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *