কলকাতা: আইএসএল-এ সেরা মোহনবাগান। আইএসএল জেতার জন্য সবুজ-মেরুন শিবিরকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দেযোপাধ্যায়। সোমবার ভারতসেরা ক্লাবকে সংবর্ধনা জানাতে গিয়েছিলেন তিনি৷ ক্লাব তাঁবুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আরও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। প্রসঙ্গত, গত বছরই ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মমতা৷ আগামীদিনে বিশ্বের সেরার শিরোপা সবুজ মেরুনের মাথায় উঠবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন- সৌদিতে লিয়োর বাবা! রয়েছে ২০০০ কোটির প্রস্তাব, রোনাল্ডোর পথেই কি বেদুইনের দেশে মেসি?
এদিন মমতা বলেন, ‘‘আমি নির্দিষ্ট কোনও ক্লাবের সাপোর্টার সেটা বলব না, তবে আমি যখন ছোট ছিলাম, আমার মাকে দেখতাম খেলা দেখতে। মোহনবাগানের খেলা হলেই আমার মা কালীঘাটে পুজো দিতে যেতেন৷’’ মাকে দেখেই তাঁর ফুটবলপ্রীতি৷ তিনি আরও বলেন, “আমি জানতাম, মোহনবাগান ফাইনালে উঠেছে মানে জিতেই ফিরবে। কারণ বাংলা এতদূর এসে হেরে যেতে পারে না। এই মোহনবাগানই একদিন বিশ্বের দরবারেও সেরার সম্মান জিতবে।” সেই সঙ্গে তিনি এও বলেন, মোহনবাগানের নামের আগে এটিকে শুনতে ভালো লাগে না তাঁর৷ মোহনবাগান মোহনবাগনই৷
বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সবুজ-মেরুন শিবিরের খেতাবজয়ীদের সংবর্ধনা জানানো হল সোমবার। স্বয়ং মুখ্যমন্ত্রী দলের প্রত্যেক সদস্যের হাতে মিষ্টি ও উত্তরীয় তুলে দেন। মোহনবাগান যে বাংলাকে গর্বিত করেছে, বারবার সেই কথাও উঠে আসে তাঁর মুখে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই, আগামী দিনে এইভাবেই মোহনবাগান এগিয়ে যাক৷ আমি গত বছর এখানে এসেছিলাম। ক্লাবটা সুন্দর ভাবে গড়ে দিয়েছিলাম। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে আমাদের সরকার। আমি সবসময় বাংলার ফুটবলের পাশে থেকেছি। মোহনবাগান ক্লাব যাতে পরিকাঠামোর দিক থেকে আরও উন্নত হতে পারে, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করছি।”
মোহনবাগানের এই জয়ে খুশি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলায় পথ দেখায়। বাংলায় পথ দেখাবে। আগামী দিনে আপনারা বিশ্ব জয় করবেন। মোহনবাগান এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>