লোকসভার পোর্টালে মালা বদলে হল ‘গারল্যান্ড’! বেজায় চটলেন তৃণমূল সাংসদ

লোকসভার পোর্টালে মালা বদলে হল ‘গারল্যান্ড’! বেজায় চটলেন তৃণমূল সাংসদ

a285ab37147c832127761ecfbc94189e

কলকাতা: ছিলেন মালা, হয়ে গেলেন ‘গারল্যান্ড’! সবটাই প্রযুক্তির দান৷ নিজের নামের এহেন পরিবর্তন দেখে রেগে আগুন তৃণমূল সাংসদ৷  

আরও পড়ুন- ‘‘আমার কাজের ধরনটাই আলাদা…’’, সাফ জানালেন ‘গরিবের বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ঘটনাটা ঠিক কী? আসলে লোকসভার যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে প্রশ্নকারীদের তালিকায় একাধিক সাংসদের নাম রয়েছে। রয়েছে মালা রায়ের নামও৷ সেটিই বদলে গিয়ে গারল্যান্ড রায় হয়ে যায়। মালা নামটি ইংরাজিতে অটো ট্রান্সলেট হয়ে গারল্যান্ড হয়ে যাওয়াতেই এই বিভ্রাট৷ নামের এহেন অবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ মালা রায়ের দফতর থেকে পার্লামেন্ট স্যাক্রেটেরিয়টের সঙ্গেও যোগাযোগ করা হয়। মালা রায় নিজেও ফোনে কথা বলেন৷ সমস্যা জানতে কথা বলেন টেকনিশিয়নদের সঙ্গে।

পরে অবশ্য তাঁর নাম ঠিক করে দেওয়া হয়৷ সংসদের তরফে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমন গন্ডগোল৷ তার জন্য ক্ষমতাও চেয়ে নেন তাঁরা৷ তবে এই ঘটনায় হইচই পড়ে যায় সাংসদদের মধ্যে। তৃণমূল সাংসদের দাবি, নরেন্দ্র মোদীর নামও তো বদলে যেতে পারে। প্রধানমন্ত্রীর নাম ট্রান্সলেট করে অন্য নামে ডাকলে কী ভালো লাগবে? এসব কী!  কারা করে এই ধরনের ভুল? প্রশ্ন তোলেন মালা রায়৷