কলকাতা: তিনি অসহায়-বঞ্চিত প্রার্থীদের ত্রাতা৷ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে একের পর এক যুগান্তকারী রায় দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে আইন কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই তাঁর কাজের প্রসঙ্গ উত্থাপন করেন। বিচারপতি বলেন, ‘‘আমার কাজে ধারা একটু অন্যরকম। বিচারপতি হিসাবে গরিব মানুষের অধিকার রক্ষায় কাজ করি।’’
আরও পড়ুন- সুইচ টিপবেন আপনি, আকাশে উড়বে ইসরোর ‘মডেল’ রকেট
তাঁর এজলাসে শুনানি মানেই চোখে চোখা শব্দবাণ৷ আদালতের ভিতরে হোক বা বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যই নজর কাড়ে আমআদমির। সম্প্রতি একটি মামলার শুনানির সময় তিনি বলেছিলেন ধেড়ে ইঁদুর ধরার কথা। দুর্নীতি সাফ করতে বলেছিলেন, ঢাকি সমেত বিসর্জন দেওয়ার কথা। তাঁর এই সকল মন্তব্যে নিয়ে কম চর্চা হয়নি। নিয়োগ দুর্নীতির পাশাপাশি শিক্ষা দফতরের দুর্নীতির অভিযোগগুলিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। স্বভাবতই অস্বস্তি বাড়ছে শাসকদলের। নাম না করে তাঁকে অরণ্যদেবের সঙ্গে তুলনা করে খোঁচা দিয়েছেন তৃণমূলের এক নেতা। এসবের মাঝেই শনিবার শিলিগুড়ির দাগাপুরে বেসরকারি আইন কলেজের সেমিনারে উপস্থিত হয়েছিলেন বিচারপতি। তিনি আজ কী বলবেন, সেদিকেই নজর ছিল সকলের।
বক্তৃতা দেওয়ার সময় এদিন বিচারপতি বলেন, ‘‘আমার কাজের ধারণ আলাদা। আমার হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যাই বলুন না কেন, আমি সবার সঙ্গে কথা বলি। যে সব গরিব মানুষ হাইকোর্টে আসতে পারেন না তাঁরাও যাতে বিচার পান, তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>