যমজ বোনকে বিয়ে করে ফাঁপরে মহারাষ্ট্রের যুবক! ভাইরাল বিয়ের ভিডিয়ো

যমজ বোনকে বিয়ে করে ফাঁপরে মহারাষ্ট্রের যুবক! ভাইরাল বিয়ের ভিডিয়ো

মুম্বই: একই মণ্ডপে জোড়া বিয়ে৷ না দুটি পৃথক জুটির বিয়ে নয়৷ বরং একসঙ্গে যমজ বোনের গলার মালা দিলেন মহারাষ্ট্রের সোলারপুরের এক যুবক৷ জোড়া বউ ঘরে তুলেই ফাঁপরে পড়লেন তিনি। বিয়ের কথা  জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এবার ওই ব্যক্তিকে গ্রেফতার করল সোলাপুর পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে বিচারগ্রাহ্য নয় এমন ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন- প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর

তিন দিন আগের কথা৷  ২ ডিসেম্বর, শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুর জেলার আকলুজ তালুকে ওয়েলাপুর রোডের মালেগাঁও গ্রামের দুই যমজ বোনের সঙ্গে একসঙ্গে গাঁটছড়া বাঁধেন অতুল নামে এই যুবক। তাঁদের বিয়ের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই রবিবার আকলুজের এক সমাজকর্মী এই বিষয়ে সোলাপুর জেলা পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগকারীর দাবি, ভারতীয় সংবিধানে এক সঙ্গে দু’জনকে বিয়ে করার অনুমতি নেই৷ কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে দুই বোনের গলায় একসঙ্গে মালা পরিয়েছেন অতুল৷ যা অপরাধ বলেই বিবেচিত৷ সোলাপুর গ্রামীণ পুলিশ সুপার শিরীষ সরদেশপাণ্ডে এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে বলে নিশ্চিত করেছেন।     

এদিক আইনজীবীরা জানাচ্ছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবেদন করতেই পারেন অতুল। তবে দুই সাবালিকাকে একসঙ্গে বিয়ে করায় তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি৷ 

মুম্বইয়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে অতুলের। অন্যদিকে, মুম্বইয়ের বাসিন্দা যমজ বোন পিঙ্কি ও রিঙ্কি  তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী। তাঁদের বাবা নেই৷ অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার জন্য অতুলের থেকেই গাড়ি নিতেন দুই বোন৷। সেই সূত্রেই অতুলের সঙ্গে পরিচয়। ধীরে-ধীরে তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্কও গড়ে ওঠে। বিভিন্ন সময় তাঁদের পাশে এসে দাঁড়ান অতুল। সেই সূত্রেই সহৃদয় অতুলকে মন দিয়ে বসেন দুই বোন-ই। এদিকে, যমজ বোনের ইচ্ছা ছিল বিয়ের পরেও তাঁরা একসঙ্গেই থাকবে। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা বোধহয় ভাবতেও পারেননি৷ 

এদিকে, দুই বোনের প্রেমে সাড়া দিয়ে বিপাকে পড়েছেন অতুল। তাঁর সাত বছর পর্যন্ত জেল এবং সঙ্গে মোটা টাকা জরিমানা হতে পারে বলেও মনে করা হচ্ছে।