চতুর্থ স্থানে বাংলা, দেশের ওমিক্রন পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে? স্পষ্ট করল কেন্দ্র

চতুর্থ স্থানে বাংলা, দেশের ওমিক্রন পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে? স্পষ্ট করল কেন্দ্র

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ বাড়ছে করোনার দাপট৷ দেশের ২২টি রাজ্য ছড়িয়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯৬১৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, আমরা রাজ্যগুলির সঙ্গে অনবরত যোগাযোগ রাখছি৷ কী ভাবে সংক্রমণ রোখা যায়, সে বিষয়ে প্রতিটি রাজ্যের সঙ্গে কথা হচ্ছে৷ 

আরও পড়ুন-এক সপ্তাহেই তৃতীয় ঢেউ? মারাত্মক তথ্য আসছে সামনে 

বর্তমানে ভারতে ওমিক্রন সংক্রমনের শীর্ষে রয়েছে দিল্লি৷ আক্রান্তের সংখ্যা ২৬৩৷ এর পরেই রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে ওমিক্রন আক্রান্ত ২৫২৷ অন্যদিকে সে রাজ্যে ৯ ডিসেম্বর পজেটিভিটি রেট ০.৭৬ শতাংশ ছিল৷ এক মাসে তা বেড়ে ২.৫৯ শতাংশ হয়ে গিয়েছে৷ একই ভাবে পশ্চিমবঙ্গে পজেটিভিটি রেট উর্ধ্বমুখী৷ দেশের ৮টি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ৮.৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৫ থেকে বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। বাংলায় এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। গত সপ্তাহে কেরলে কেস পজেটিভিটি রেট ছিল ০.৫৮৷ বর্তমানে তা বেড়ে .৭৫ শতাংশ হয়ে গিয়েছে৷ দিল্লিতে এক মাস আগে ০.১১ শতাংশ কেস পডেটিভিটি রেট ছিল৷ এখন তা বেড়ে ১ শতাংশ হয়ে গিয়েছে৷ গত এক সপ্তাহে কর্ণাটকে কেস পজেটিভিটি রেটছিল ০.৩১ শতাংশ৷ এখন তা বেড়ে ০.৫২ শতাংশ হয়ে গিয়েছে৷ গুজরাতে কেস পজেটিভিটি রেট ০.১৯ শতাংশ থেকে বেড়ে ০.৫৪ শতাংশ হয়ে গিয়েছে৷ গুজরাট ও দিল্লিতে উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে৷

 

আগরওয়াল জানান, মুম্বইয়ে ৭ ডিসেম্বরের পর থেকে আক্রান্তের সংখ্যা ১,৩৫২ থেকে বেড়ে ৬,৭৭৭ হয়ে গিয়েছে৷ পুণেতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ থানেতেও বাড়ছে সংক্রমণ৷ মুম্বই শহরতলী থেকে গুরগাঁও, আমেদাবাদ থেকে নাসিক প্রতিটি জেলায় সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে৷ প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷ 

আগরওয়াল বলেন, দেশের পাশাপাশি এই মুহূর্তে বিশ্বের পরিস্থিতিও বুঝে নিতে  হবে৷ সারা বিশ্বে বর্তমানে প্রায় ২ কোটি ৬৮ লক্ষ সক্রিয় করোনা আক্রান্ত রোগী আছেন৷ গত এক সপ্তাহে ১০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন৷ ২০২১ সালের জানুয়ারি মাসে যেখানে গড়ে দৈনিক প্রায় ৮ লক্ষ ৫২ হাজার, মার্চে ৯ লক্ষ  এবং অগাস্টে ৮ লক্ষ ২০ হাজার মানুষে দৈনিক আক্রান্ত হতেন, সেখানে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ লক্ষ মানুষ গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন৷  এর মধ্যে বিশ্বের চারটি দেশে ৫৮ শতাংশ আক্রান্ত রয়েছে৷ তবে প্রতিটি মহাদেশের প্রতিটি দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ আমেরিকায় যেখানে ১ লক্ষ ২১ হাজার আক্রান্ত হতেন, এখন তা প্রায় ৩ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে৷ গত ২৪ ঘণ্টা আমেরিকায় ৫ লক্ষ ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন৷ একই ভাবে ব্রিটেন, ফ্রান্স ও স্পেনেও ক্রমশ গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে৷ 

তিনি বলেন, এই পরিস্থিতিতে ভারতে সংক্রমণ রুখতে মিশন মুডে কাজ করতে হবে৷ আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ওমিক্রন৷ গত এক মাসের মধ্যে ১২১ টি দেশে ৩ লক্ষ ৩৩ হাজার মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫৯ জনের৷ ২৬ ডিসেম্বররে পর থেকে দৈনিক সংক্রমণ ১০ হাজারের বেশি৷ ৩৩ দিন পর ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ৷ অবিলম্বে করোনা বিধি মানতে কড়াকড়ি প্রয়োজন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =