এক সপ্তাহেই তৃতীয় ঢেউ? মারাত্মক তথ্য আসছে সামনে

এক সপ্তাহেই তৃতীয় ঢেউ? মারাত্মক তথ্য আসছে সামনে

কলকাতা: খুব শীঘ্রই দেশে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাস তৃতীয় ঢেউ। নয়া প্রজাতি ওমিক্রন হতে পারে তার সবচেয়ে বড় কারণ। কিন্তু শীঘ্র মানে কত শীঘ্র, সেই প্রশ্ন আছেই। আর এই প্রশ্নের প্রেক্ষিতেই উঠে আসছে মারাত্মক তথ্য। সূত্রের খবর, রাজ্যের হাতে এসেছে ভয়ানক তথ্য যেখানে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ, দৈনিক আক্রান্তের সংখ্যা হতে পারে ৩০ থেকে ৩৫ হাজার।

পশ্চিমবঙ্গ তথা শহর কলকাতাকে নিয়ে কেন্দ্র আলাদাভাবে চিন্তিত। কারণ বিগত কয়েক দিনে শহরে হঠাৎ বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগে পর্যন্ত বঙ্গের কোভিড গ্রাফ নেমে গিয়েছিল ৫০০-এর নিচে। কিন্তু আবার তা চলে এসেছে ১ হাজার ৩০০-র দোরগোড়ায়। রাজ্যে আপাতত ওমিক্রন আক্রান্ত ১১ জন। সব মিলিয়ে মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। বাংলার ওমিক্রন আক্রান্তের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ এখনও প্রায় হাজার জনের নমুনা পরীক্ষাকেন্দ্রে রয়েছে। সেখান থেকে অনেকেই পজিটিভ হতে পারে। বিদেশ যাত্রা করেননি এমন অনেকেই ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাই গোষ্ঠী সংক্রমণের একটা আতঙ্কও রয়ে গিয়েছে। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে তৃতীয় ঢেউয়ের তথ্য বাস্তবায়িত হয়ে যাবে।

রাজ্য স্বাস্থ্য দফতর তৃতীয় ঢেউ এলে কী ভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং অক্সিজেন মজুত রাখার নির্দেশ দিয়েছে হাসপাতালগুলিকে। এছাড়া হাসপাতালগুলিকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কতটা বাড়তে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, সেই পরামর্শ দিয়েই নবান্নকে চিঠি দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। করোনা পরীক্ষা বাড়ানো থেকে শুরু করে টিকাকরণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও কন্টেনমেন্ট জোনের ভাবনা নেওয়ার কথাও বলেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 7 =