কাল থেকে কার্যত লকডাউন, মদের দোকানের বাইরে সুরা প্রেমীদের লম্বা লাইন, শিকেয় দূরত্ববিধি

কাল থেকে কার্যত লকডাউন, মদের দোকানের বাইরে সুরা প্রেমীদের লম্বা লাইন, শিকেয় দূরত্ববিধি

কলকাতা:  করোনা পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে ১৫ দিন রাজ্যে কার্যত লকডাউন৷ কিন্তু তার আগে আজ খাস কলকাতার বিভিন্ন প্রান্তে মদের দোকানের বাইরে দেখা গেল লম্বা লাইন৷ যেখানে নেই কোনও দূরত্ব বিধি৷ কোথায় কোভিড প্রোটোকল? লাইন দেখে কার্যত ভিড়মি খেতে হয়৷ মদ কিনতে কার্যত রাস্তাজুড়ে হুড়োহুড়ি৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামের পরিস্থিতি দেখে চোখে জল রাজ্যপালের

করোনা পরিস্থিতিতে প্রশাসনের তরফে জমায়েত করতে বারবার নিষেধ করা হয়েছে৷ মেনে চলতে বলা হচ্ছে দূরত্ববিধি৷ কিন্তু সে সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাইল্যান্ড পার্কে মদের দোকানে দেখা গেল উপচে পড়া ভিড়৷ প্রায় একে অপরের গায়ের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা৷ ন্যূনতম দূরত্ববিধি সেখানে নেই৷ শুধু তাই নয়৷ দীর্ঘ লাইন দেখে চক্ষু একেবারে চড়কগাছ৷ আর এই দীর্ঘ লাইনের জেরে সার্ভিস রোড প্রায় থমকে গিয়েছে৷ যান চলাচল প্রায় স্তব্ধ৷ রাস্তাজুড়ে গাড়ির লম্বা লাইন৷ তবে এখানে পুলিশের নজরদারি একেবারেই চোখে পড়ল না৷ প্রসঙ্গত, এই একই ধরনের ছবি দেখা গিয়েছিল গত বছর লকডাউনের সময়েও৷ বিভিন্ন জায়গায় একইভাব মদের দোকানের বাইরে ভিড় জমিয়েছিলেন সুরা প্রেমীরা৷

আরও পড়ুন- হিংসা কবলিত এলাকা পরিদর্শনে নন্দীগ্রামে রাজ্যপাল, দেখা করলেন শুভেন্দু

এদিকে, চিকিৎসকরা বলছেন, মানুষ অহেতুক বাইরে বেড়চ্ছিল৷ বাইরে থেকে ঘরে ইনফেকশন আনছিল৷ তাই কার্যত লকডাউন করা ছাড়া উপায় ছিল না৷ এটা একেবারেই সঠিক পদক্ষেপ৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =