‘কুণাল ঘোষের শরীর ভালো নেই, আগে মমতার জয় নিশ্চিত করুন’, পাল্টা খোঁচা লকেটের

‘কুণাল ঘোষের শরীর ভালো নেই, আগে মমতার জয় নিশ্চিত করুন’, পাল্টা খোঁচা লকেটের

কলকাতা:  বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য তৃণমূল সম্পাদক কুণাল ঘোষের টুইট যুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি৷ টুইটের বক্তব্য উস্কে দিয়েছে লকেটের দল বদলের জল্পনা৷ যদিও জল্পনায় জল ঢেলেছেন হুগলির বিজেপি সাংসদ৷ 

আরও পড়ুন- কেন অশান্তি, বন্দুক বেরল কেন? ভবানীপুর নিয়ে রিপোর্ট চাইল কমিশন

এদিকে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘‘তারকা প্রচারককে ধন্যবাদ ও অভিনন্দন৷ বিজেপি’র উপর্যুপরী অনুরোধ সত্ত্বেও ভবানীপুরে প্রচারে না যাওয়ায় ধন্যবাদ৷ বন্ধু হিসাবে যেখানেই উনি থাকুন, ওঁর সাফল্য কামনা করি৷’’ তিনি আরও লেখেন, ‘‘এ বিশ্ব খুব ছোট আশা করি সেই দিন ফিরে আসবে যখন আপনি রাজনৈতিক ইনিংস শুরু করবেন৷’’ এর পরেই পাল্টা টুইট কর লকেট বলেন, ‘‘আপনি আগে এটা নিশ্চিত করুন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেন না হারেন৷’’  

জবাবে ফের টুইট করে কুণাল ঘোষ বলেন, ‘‘চিন্তা করবেন না মমতাদি বড় ব্যবধানে জিতবেন৷ আপনিও তো তাই চান৷ আপনার দলের হয়ে আপনাকে লিখতে হবে এটা জানি৷ আপনার উত্তরেও আপনি বিজেপি প্রার্থীর নাম বলেননি৷ এ জন্য ধন্যবাদ৷ কাহি পে নিগাহে কাহি পে নিশানা, ওয়েল ডান৷’’ 

এ প্রসঙ্গে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভবানীপুর উপনির্বাচনে অনেক বড় বড় তারকা প্রচারক রয়েছেন৷ শুভেন্দু অধিকারী, দিলীপ দা, রূপা দি৷ আমরা জানি ভবানীপুর উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কিছুটা সন্দেহজনক হয়ে গিয়েছে৷ এর জন্য পুরো ভুয়ো খবর ছড়াচ্ছেন৷ সম্ভবত কুণাল ঘোষের শরীর ভালো নেই৷ উনি সুস্থ হয়ে যান৷ তার পর কথা বলব৷’’

আরও পড়ুন- সৌরভের জমি মামলায় অস্বস্তিতে রাজ্য, ১০ হাজার জরিমানা

 
এ প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘‘এটা লকেট ও কুণালের ব্যক্তিগত কথোপকথন৷ আমি লকেটের কথা থেকে বুঝতে পারলাম না যে, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চান না চাননা? তবে লকেটেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চাওয়া উচিত৷ লকেটকেও তাঁর দল এক কোণে ফেলে রেখেছে৷ ও এর প্রতিবাদ করুন৷’’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *