জানেন কি ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে আসা মনোজ কত কোটির মালিক?

জানেন কি ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে আসা মনোজ কত কোটির মালিক?

কলকাতা: হাওড়া শিবপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মনোজ তিওয়ারি৷ ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে নতুন সফর শুরু করেছেন তিনি৷ সবুজ মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে বারবার কাবু করেছেন৷ এবার রাজনীতির পিচে ভাগ্য পরীক্ষা এই ক্রিড়াবিদের৷ হাওড়া শিবপুর কেন্দ্রে দলকে জেতানোর ভার তাঁর শক্ত কাঁধেই সঁপেছে তৃণমূল কংগ্রেস৷ গত ১৭ মার্চ মনোনয়ন জমা দেন মনোজ৷ হলফনামায় জানিয়েছেন বিষয় সম্পত্তি৷ দেখে নেওয়া যাক তাঁর আয়-ব্যায়ের খতিয়ান৷ 

আরও পড়ুন-  মোদীর সভায় ১০৭ বছরের বৃদ্ধা, বললেন, ‘ছেলের কাছে এসেছি’!

হলফনামা অনুাযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে মনোজ তিওয়ারির আয় ছিল ৩১ লক্ষ ১৪ হাজার ৪৮২ টাকা৷ মনোজের স্ত্রীর আয় ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯৭১ টাকা৷ মনোনয়ন জমা দেওয়ার সময় মনোজের হাতে নগদ ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৮২৭ টাকা৷ তাঁ স্ত্রীর হাতে ছিল ১৬ হাজার ৬২২ টাকা৷ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃণমূলের এই তারকা প্রার্থীর সঞ্চয় ১ কোটি ২২ লক্ষ ৯৮ হাজার ১১৮ টাকা৷ তবে তাঁর স্ত্রীর নামে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই৷ বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড, এনএসএস ও জীবন বিমায় নিয়োগ রয়েছে তাঁর৷ মনোজের কাছে রয়েছে ২০০৮ সালের মডেলের একটি হন্ডা সিভিআর গাড়ি৷ যার বর্তমান দাম ১৮ লক্ষ ২৯ হাজার ৭২০ টাকা৷ রয়েছে একটি অডি৷ যা ২০১৫ সালের জুন মাসে কেনা৷ এই গাড়িটির বর্তমান দাম ৬১ লক্ষ ১৮ হাজার ৬৫ টাকা৷ এছাড়াও তৃণমূল প্রার্থীর নামে রয়েছে ২০১৬ সালে কেনা একটি হুন্ডাই ক্রেটা৷ যার বর্তমান দাম ১৬ লক্ষ ৬৩ হাজার ৬৮০ টাকা৷ স্ত্রীর নামে কোনও গাড়ি নেই৷ 

আরও পড়ুন- জালনোট বিলিয়ে ভোট কেনার চেষ্টা? কোচবিহারে নয়া কীর্তির পর্দাফাঁস

মনোজ ও তাঁর স্ত্রী উপয়ের নামেই সোনা গয়না রয়েছে৷ মনোজের কাছে আছে ১৩০০ গ্রাম সোনা ও হীরে৷ যার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৬ হাজার ৫৫৯ টাকা৷ অন্যদিকে মনোজের স্ত্রীর নামে রয়েছে ৫৬ লক্ষ ১৮ হাজার ৮৬০ টাকার সোনা ও হীরের গয়না৷ সব মিলিয়ে মনোজ তিওয়ারির অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৯৯ লক্ষ ৩৮ হাজার ৮৭৬ টাকা৷ অন্যদিকে মনোজের স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ১৮ হাজার ৮২৭ টাকা৷ দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৭৮ লক্ষ ৭০৩ টাকা৷ এতো গেল অস্থাবর সম্পত্তি৷ এবার আসা যাক স্থাবর সম্পত্তির কথা৷ মনোজের নামে রয়েছে একটি ফ্ল্যাট৷ রয়েছে অকৃষি জমি৷ যার মোট বাদার দাম ১৪ কোটি ৫৫ লক্ষ টাকা৷ সব মিলিয়ে তিওয়ারি দম্পতির মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ কোটি ৩৩ লক্ষ ৫৭ হাজার ৭৩০ টাকা৷ আয়কর ও জিএসটি বাবাদ তাঁর বকেয়া রয়েছে ১৩ লক্ষ ৩৭ হাজার ৭৪৪ টাকা৷ তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *