কোচবিহার: এবার ভোটের আগেই কোচবিহারে বাজেয়াপ্ত হল প্রচুর পরিমাণে জালনোট, আগ্নেয়াস্ত্র-সহ একটি গাড়ি। কোচবিহারের তুফানগঞ্জে ঘটা এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তি বাধাতে অস্ত্র ও টাকা আমদানি করছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেছে স্থানীয় বিজেপি৷ পল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটের মুখে জালনোট ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছিল বিজেপি৷
মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ছিল তৃতীয় দফার নির্বাচন। অন্যদিকে, ভোটের তিন দিন আগেই এদিন কোচবিহার জেলার তুফানগঞ্জে একটি গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষরা গাড়িটিকে আটকে খানিক তল্লাশি চালাতেই প্রচুর টাকা ও আগ্নেয়াস্ত্র খুঁজে পায়। পরে যদিও ওই টাকা জাল হিসেবে বোঝা যায়। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ দুইজনকে। এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা গাড়িটি ভাঙচুর করে রাস্তার পাশে উল্টে ফেলে দেয়।
বিজেপির অভিযোগ, ভোটের দিন এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতেই টাকা ও অস্ত্রের আমদানি করছে তৃণমূল কংগ্রেস। পল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটের মুখে জালনোট ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছিল বিজেপি৷ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, “গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”