সেলেব ইমেজ ছেড়ে পুতুলের দেশে ‘ঘরের মেয়ে’ কৌশানী

সেলেব ইমেজ ছেড়ে পুতুলের দেশে ‘ঘরের মেয়ে’ কৌশানী

কৃষ্ণনগর:  রিল লাইফ ছেড়ে রাজনীতির রিয়েল লাইফে কৌশানী৷ তাই রুপোলি পর্দার সেলিব্রিটি ইমেজ ঝেড়ে ফেলে তিনি হয়ে উঠেছেন একেবারে ঘরের মেয়ে৷ নিজেকে ‘ঘরের লোক’ বলেই মেলে ধরতে চাইছেন অভিনেত্রী৷ আর এই বিষয়ে তিনি অনেকটাই সফল৷ যেখানেই কৌশানী যাচ্ছেন, সেখানেই তাঁকে ঘিরে ধরছেন মেয়ে-বউরা৷ জড়িয়ে ধরছেন মেয়ের মতো করেই৷ কেউ আবার বাড়িয়ে দিচ্ছে হাত৷ 

আরও পড়ুন- নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, আগামীকাল ধর্নায় বসেছেন মমতা

কৌশনীকে দেখার জন্য ৮ থেকে ৮০-র ভিড়৷ তাঁকে দেখেই আবাদার সেলফি তোলার৷ তিনিও হাসিমুখে সেই আবদার মেটাচ্ছেন৷ প্রবল উত্তাপ উপেক্ষা করেই হুড খোলা জিপে চলছে কৌশানীর প্রচার৷ তবে মাঝে মধ্যেই তিনি নেমে পড়ছেন মাঠে৷ হাতজোড় করে নমস্কার করছেন৷ কখনও হাত মেলাচ্ছেন৷ বয়স্কদের জড়িয়ে ধরছেন বুকে৷ কথা বলছেন সকলের সঙ্গে৷ কখনও আবার হেঁটে যাচ্ছেন গ্রামের আল ধরে৷ মাঠের ধুলো মেখেই ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি৷ আবার কখনও কখনও তাঁর উপস্থিতিতেই চলছে খেলা হবে গানের তালে নাচ৷ 

আরও পড়ুন- কমিশন বিজেপির শাখা সংগঠন, কটাক্ষ কুণালের! ডেরেক বললেন, ‘গণতন্ত্রের কালো দিন’

কৌশানীর ঘরের মেয়ে ইমেজে চাপ বাড়ছে বিপক্ষের৷ প্রসঙ্গত, এই কেন্দ্রে কৌশানীর প্রতিপক্ষ বিজেপি’র মুকুল রায়৷ কৃষ্ণনগরের মানুষের সঙ্গে মিশে যেতে শুধু গাড়ি নয়, জিপ, টোটো, পায়ে হেঁটেও প্রচার সারছেন কৌশানী৷ তাঁর কথায়, বাংলায় একজনই দিদি- তিনি মমতা দিদি৷ কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী থেকে বিনা পয়সায় রেশন সবটাই দিয়েছেন দিদি৷ মানুষের জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি৷ দিদির সুরে সুর মিলিয়েই তিনি বলেন, কেউ টাকা দিলে নিয়ে নেবেন, মাংস-ভাত খাবেন৷ এটা আপনাদেরই টাকা৷ কিন্তু ভোটটা তৃণমূলকে দেবেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 12 =