TC এবং TTE, দু’জনেই রেলের টিকিট পরীক্ষক, তা হলে পার্থক্যটা কোথায়?

TC এবং TTE, দু’জনেই রেলের টিকিট পরীক্ষক, তা হলে পার্থক্যটা কোথায়?

 নয়াদিল্লি: টিসি নাকি টিটিই? কোনটা সঠিক? কী বলে ডাকা হবে টিকিট পরীক্ষককে৷ এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে৷ কারণ, তাঁরা দু’জনেই তো ট্রেন যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। কিন্তু, তাঁদের নামে রয়েছে পার্থক্য৷ টিসি-র ফুল ফর্ম হল টিকিট কালেক্টর। আর টিটিই হলেন- ট্রাভেলিং টিকিট এগজামিনার। এখন এঁদের দু’জনের মধ্যে পার্থক্যটা কোথায়? দু’জনের  কাজ যখন এক। চলুন দেখি-

আরও পড়ুন-এক পদ এক পেনশন, বকেয়া মেটানো নিয়ে সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে

আমারা অনেকেই টিসি এবং টিটিই-কে একই সরলরেখায় মিলিয়ে দিই। কিন্তু বলে রাখা ভালো, এঁদের কাজ এক হলেও, ক্ষেত্র কিন্তু আলাদা। তাই টিসি আর টিটিই-র মধ্যে ফারাকটা গুলিয়ে ফেললে চলবে না।

এখন প্রশ্ন হল, দু’জনেই যদি টিকিট পরীক্ষক হয়ে থাকেন, তা হলে বিভেদটা কোথায়? তাহলে দেখা যাক টিসি এবং টিটিই-র মধ্যে পার্থক্যটা?  টিসি এবং টিটিই  পদের মধ্যে সূক্ষ্ম একটা বিভেদ রয়েছে। দু’জনেই টিকিট পরীক্ষা করেন ঠিকই। কিন্তু ওই যে, তাঁদের কার্যক্ষেত্রটা আলাদা।

টিসি বা টিকিট কালেক্টরদের কাজ হল স্টেশন চত্বর এবং প্ল্যাটফর্মে আগত ট্রেন যাত্রীদের টিকিট পরীক্ষা করা। তাঁর অধিকাংশ সময়েই স্টেশনে ঢোকার মুখে অথবা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকেন৷ সেখানেই ট্রেন থেকে নামা যাত্রীদের টিকিট পরীক্ষা করে দেখেন।

এখন দেখা যাক টিটিই-র কাজ কী? টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এগজামিনার হলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক। সফর করার সময় ট্রেনের কামরায় গিয়ে যাঁরা যাত্রীদের টিকিট পরীক্ষা করেন, তাঁদেরই বলা হয় টিটিই৷ টিকিট পরীক্ষা করার পাশাপাশি, যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা, তাঁরা ঠিক মতো আসন পেলেন কি না, বা তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কি না, সে সব দিকেও নজর রাখতে হয় তাঁদের৷ 

অনেক সময় দূরপাল্লার ট্রেনে রাতের দিকেও টিটিই এসে যাত্রীদের জাগিয়ে তুলে টিকিট পরীক্ষা করেন৷ তাঁদের পরিচয়পত্রও দেখতে চান। কিন্তু, নিয়ম অনুযায়, রাত ১০টার পর আর টিটিই কোনও যাত্রীর টিকিট বা পরিচয়পত্র পরীক্ষা করতে পারেন না। সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে তাঁদের টিকিট পরীক্ষা করতে হবে। তবে কোনও যাত্রী যদি রাত ১০টার পর কোনও স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তাঁর টিকিট পরীক্ষা করার জন্য অনেররাতেও টিটিই আসতে পারেন। এটাই হল টিসি আর টিটিই-র মধ্যে পার্থক্য৷