ফের টপলেস ফটোশ্যুটে আগুন ঝরালেন কিয়ারা, হাত দিয়ে আড়াল করলেন স্তন

ফের টপলেস ফটোশ্যুটে আগুন ঝরালেন কিয়ারা, হাত দিয়ে আড়াল করলেন স্তন

মুম্বই:  নগ্ন ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন কিয়ারা আদবানি৷ সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির লেন্স বন্দি হলেন টপলেস কিয়ারা৷ যে দেখে ঘুম ছুটেছে নেট পাড়ার৷ তাঁর শরীরের আঁচে পুড়েছে ভক্তরা৷ প্রসঙ্গত, এই নিয়ে তিন বার ডাব্বুর ক্যালেন্ডারের অংশ হলেন কিয়ানা আডবানি৷ নিজেকে উজার করে দিলেন টপলেস ফটোশ্যুটে৷ 

আরও পড়ুন- ফেডারেশনের হুমকিতে বন্ধ শ্যুটিং, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম

নিজের অভিনয় দক্ষতায় আগেই দর্শকদের মন ছুঁয়েছেন কিয়ারা৷ প্রথম সারির অভিনেত্রীদের রীতিমতো টেক্কা দিচ্ছেন তিনি৷ ক্যামেরার সামনে আরও একবার নগ্ন হলেন অভিনেত্রী৷ হট ফটোশ্যুটের ছবি নিজেই শেয়ার করেছেন তিনি৷ গতবছর একই ভাবে টপলেস হয়েছিলেন কিয়ারা৷ কচু পাতায় স্তন ঢেকে সমালোচিত হয়েছিলেন তিনি৷ এবছরও নগ্নতার পথেই হাঁটলেন কিয়ারা৷ যেখানে দেখা গেল, সমুদ্র সৈকতে বালির উপর শুয়ে রয়েছেন তিনি৷ কিছুটা চুল আর হাত দিয়ে আড়াল করেছেন স্তন যুগল৷ তবে খোলা চুলের আড়ালে স্পষ্ট বক্ষবিভাজিকা৷ আর তাঁর চাউনিতেই পাগল হয়েছে অনুগামীরা৷ 

কিয়ারার এই ছবির প্রশংসা করেছেন আলিয়া ভাট৷ ছবিতে কিয়ারার পুরো শরীর দেখা না গেলও, এটা স্পষ্ট তাঁর উর্ধ্বাংশ সম্পূর্ণ উন্মুক্ত৷ একই ভাবে টুপির আড়ালে নিজেকে ঢেকে ডাব্বুর ক্যালেন্ডারে নগ্ন ফটোশ্যুট করেছেন সানি লিওনও৷ 

উল্লেখ্য, গতবছর কিয়ারা পাতার আড়ালে স্তন আড়াল করে যে ফটোশ্যুট করেছিলেন তা নিয়ে বেশ বিতর্ক হয়েছে৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার ম্যারি বার্চের দাবি, এটি তাঁর তোলা একটি ছবির কনপেস্ট৷ পাল্টা জবাব দিয়েছিলেন ডাব্বু রত্নানিও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =