‘এটা শীতলকুচি নয়, মনে রাখবেন’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি কাকলির

‘এটা শীতলকুচি নয়, মনে রাখবেন’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি কাকলির

মধ্যমগ্রাম:  পঞ্চম দফার ভোটেও অব্যাহত আশান্তির আঁচ৷ বিভিন্ন জায়গায় থেকে উঠে আসছে বিক্ষিপ্ত ঘটনার খবর৷ তৃণমূল-বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় সল্টলেক৷ এদিকে মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে৷ 

আরও পড়ুন- বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, উত্তপ্ত শান্তিপুর

কাললি বলেন, ‘আমি এখানকার সাংসাদ৷ বেশি দেখানোর চেষ্টা করবেন না। আপনারা বেশি দেখাচ্ছেন৷ যতটুকু অনুমতি রয়েছে, তার চেয়ে বেশি করছেন। ওখানে গুলি চালিয়ে দিয়েছিলেন। এটা শীতলকুচি নয়, মনে রাখবেন।’’ এর পরেই বুথে ঢুকে যান তিনি৷ সেখানে গিয়েও এক এজেন্টকে বলেন, ওদের বুথের ভিতরে ঢোকার কোনও অনুমতি নেই৷ ওরা বাড়াবাড়ি করছে৷ ওদের কোনও কিছু দেখার অধিকার নেই৷  প্রসঙ্গত, এদিন বুথে ঢোকার  সময় কাকলির কাছে কাগজ দেখতে চেয়েছিলেন এক জওয়ান৷ আর তাতেই বেজায় চটে যান তৃণমূল সাংসদ৷ তাঁকে রীতি মতো হুমকি দেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 19 =