বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, উত্তপ্ত শান্তিপুর

বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান, উত্তপ্ত শান্তিপুর

শান্তিপুর:  একুশের ভোটে ‘খেলা হবে’ স্লোগানে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই স্লোগানকে কেন্দ্র করে উঠেছে নানা বিতর্কেও ঝড়ও৷ এদিন আরও একবার সেই স্লোগানে বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তৃণমূল সমর্থকরা৷ নদীয়ার শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে ওঠে ‘খেলা হবে’ স্লোগান৷ অভিযোগ, এদিন তাঁকে ঘিরে ধরে এই স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ 

আরও পড়ুন- রেলের ‘ইজ্জত’ ফিরিয়ে দিক মোদী সরকার, হুঙ্কার মমতার

এক তৃণমূল সমর্থকের কথায়, আজ প্রথম ভোটের জন্য এখানে এসেছেন জগন্নাথ সরকার৷ এর আগে এক দিনের জন্যেও তিনি এলাকায় আসেননি৷ তিনি আরও বলেন, উনি এখানকার সাংসদ ছিলেন৷ লোকসভা নির্বাচনে আমরা তাঁকে ভোট দিয়েছিলাম৷ অথচ এই আড়াই বছরে তাঁর টিকিও দেখা যায়নি৷ একবারেও মানুষের খোঁজ নেননি তিনি৷ সে কারণেই আমরা দিদির ভক্ত৷ দিদির ভাঙা পায়েই খেলা হবে৷ জগন্নাথ সরকার চলে যাওয়ার পরও বুথের বাইরে খেলা হবে স্লোগান ওঠে৷ তাঁর গাড়ি যাওয়ার সময়ই দু’ধারে দাঁড়িয়ে ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =