রেলের ‘ইজ্জত’ ফিরিয়ে দিক মোদী সরকার, হুঙ্কার মমতার

রেলের ‘ইজ্জত’ ফিরিয়ে দিক মোদী সরকার, হুঙ্কার মমতার

গলসী:   বর্ধমানের গলসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেলের ‘ইজ্জত’ ফিরিয়ে দেওয়ার ডাক দিলেন তিনি৷ 

আরও পড়ুন- আমার ফোন ট্যাপ করল কে? CID তদন্ত হবে, হুঁশিয়ারি মমতার

এদিন মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার অপপ্রচার আর কুৎসা করতে এখানে আসেন৷ তৃণমূল কংগ্রেস নাকি টাকা চুরি করেছে৷ টাকা চুরি করলে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক ভাতা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী পাচ্ছে কী করে? ওঁরা চোরের ঠাকুর দাদা৷ নোটবন্দী করে মানুষের সব টাকা চুরি করে নিয়েছে৷ আজ পর্যন্ত মানুষ হিসেব পায়নি৷ ২ কোটি লোককে চাকরি দেবে বলে ১০ কোটি মানুষের চাকরি খেয়ে নিয়েছে৷ রেল ৭৫ শতাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে৷ সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে৷ জীবন বিমা ৭৫ শতাংশ বেসরকারিকরণ করা হয়েছে৷ একদিন ব্যাঙ্কও বন্ধ করে দেবে৷ 

তাঁর প্রশ্ন কোথায় নরেন্দ্র মোদীর উজালা? আগে ওঁনাকে বিনা পয়সায় গ্যাস দিতে বলুন৷ রোজ এসে মিথ্যে কথা বলছেন৷ গুলি করে লোক মারছেন৷ মমতা বলেন, আমি রেল মন্ত্রী থাকার সময় ১৫ টাকার ‘ইজ্জত কার্ড’ করে দিয়েছিলাম৷ ১৫ টাকার কার্ড নিয়ে ১০০ কিলোমিটার যাতায়াত করতে পারতেন আপনারা৷ বিজেপি ক্ষমতায় এসে সেটা সবার আগে বাতিল করে দিল৷ গলায় দড়ি দিয় ওদের মরা উচিত৷ এরা গরীর বিরোধী সরকার৷ মানুষের জন্য কাজ করে না৷ ফিরিয়ে দেওয়া হোক সেই ‘ইজ্জত’৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =