হাই কোর্টে হাতাহাতি! বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে জরুরি বৈঠকে প্রধান বিচারপতি

হাই কোর্টে হাতাহাতি! বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে জরুরি বৈঠকে প্রধান বিচারপতি

0fd1cc16161c39befa55cbb96e8a3435

কলকাতা:  বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার৷ আইনজীবীদের মধ্যে সংঘাত গড়াল হাতাহাতিতে। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর এজলাস বন্ধের প্রতিবাদে সরব হন আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে আদালত কক্ষে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা।  বচসা থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ।

আরও পড়ুন- এবার শুভেন্দুর পাড়ায় ‘দিদির দূত’! বুধবার থেকেই মিশন শুরু

এই অশান্তির মধ্যে এজলাস ছেড়ে বেড়িয়ে যান প্রধান বিচারপতিও। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলার শুনানি। প্রায় ১ ঘণ্টার বেশি সময় বিচারপতি মান্থার এজলাস বন্ধ থাকার পর তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়৷ জোর করে এজলাসের দরজা খুলে দেন আইনজীবীদের অন্য একটি অংশ। ১ ঘণ্টা পর ফের খোলে এজলাসের দরজা৷ 

সোমবার সকালের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। বিক্ষোভ এবং হাতাহাতির ঘটনার পর নিজের এজলাসে শুনানি বন্ধ করে জরুরি বৈঠকে বসেন তিনি। বৈঠকে যোগ দিয়েছেন হাই কোর্টের অন্যান্য বিচারপতিরাও।