Aajbikel

এবার শুভেন্দুর পাড়ায় ‘দিদির দূত’! বুধবার থেকেই মিশন শুরু

 | 
শুভেন্দু

 কলকাতা:  এবার অধিকারী গড়ে পৌঁছনোর তোড়জোড় শুরু করে দিল দিদির দূতেরা৷ তাঁদের গন্তব্য শুভেন্দু অধিকারীর  পাড়া৷ বুধবার থেকে তাঁরা শুধু বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি বাড়িই পৌঁছবেন না, তাঁদের বাড়িতে রাত্রিযাপন করে বোঝাবেন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধার কথা৷ শুনবেন তাঁদের অভাব অভিযোগ। বিরোধী হলেও তাঁরা দিদির দূতকে ভালভাবেই মেনে নেবেন বলেই আশা জেলা তৃণমূল নেতৃত্বের।

 

 

 

আরও পড়ুন- বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট তৃণমূল আইনজীবীদের একাংশের! ক্ষুব্ধ প্রধান বিচারপতি


শুভেন্দু অধিকারীর পাড়ায় গিয়ে  বিজেপি কর্মীদের পাশে পাওয়ার চেষ্টা করলেও নিশানায় অবশ্যই নন্দীগ্রামের বিধায়ক৷  সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, “এলাকায় চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পর তাঁদেরকে নানাভাবে ভীতি প্রদর্শন করে ঠেকিয়েছেন। দিদির দূত পৌঁছলেই তাঁরা তাঁদের কাছে অভিযোগ জানাতে পারবেন, সেই ভয়েই আগে থেকে বলছেন দিদির ভূত আসছে। দূত নয়।” 

তরুণবাবুর দাবি, এই ক’দিনের মধ্যেই গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ দিদির দূত। কাঁথি বিরোধী দলনেতার পাড়া হলেও সেখানেই পৌঁছে যাবেন দিদির দূতেরা। কারণ সেখানেও দিদির দূতের অপেক্ষায় সাধারণ মানুষ। তাঁরা এলেই নিজেদের অভাব অভিযোগ খোলাখুলি জানানোর অভিযোগ পাবেন তাঁরা৷ 


এদিকে, তৃণমূলের এই দাবি খারিজ করে বিজেপির কাঁথি সভাপতি সুদাম পণ্ডিতের দাবি, দিদির দূত এলে বিজেপি কর্মী সমর্থকরা তাঁদের অবশ্যই আপ্যায়ন করবেন৷ কিন্তু, রাজনৈতিক ফায়দা তুলতে দেবেন না। তিনি আরও বলেন, “নানাদিক থেকে দুর্নীতির জালে জড়িয়ে তৃণমূল আর কোনও উপায়ান্তর পাচ্ছে না৷ তাই সারাক্ষণ শুভেন্দু অধিকারীর নাম জপছে৷ এতে অবশ্য কাজের কাজ কিছু হচ্ছে না।’’ 

Around The Web

Trending News

You May like