‘হয়তো মধ্যশিক্ষা পর্ষদই কালপ্রিট, প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব’, জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘হয়তো মধ্যশিক্ষা পর্ষদই কালপ্রিট, প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব’, জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় পাহাড়প্রমাণ দুর্নীতির প্রমাণ মিলেছে৷ নিয়োগের প্রতিটি পর্যায়ে দুর্নীতি হয়েছে৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে ইতিমধ্যেই অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই সকল প্রার্থীদের বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছে কমিশন৷ সেই সব প্রার্থীদের নিয়োগ বাতিল করার অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি। এই সংক্রান্ত মামলার শুনানিপর্বে সরাসরি শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘হয়ত জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদই আসল কালপ্রিট। যদি পর্ষদ কিছু করতে না পারে, তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।’’ একই সঙ্গে ভুয়ো চাকরিপ্রার্থীর তালিকায় নাম থাকা ৯ জন এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের ওএমআর শিট খতিয়ে দেখার কথাও বলেছেন বিচারপতি।

আরও পড়ুন- রাতেই শহরে আসছেন শাহ, নবান্নের সভা মূল হলেও দলীয় বৈঠকের সম্ভাবনা

এদিন কমিশন আদালতের কাছে অযোগ্য প্রার্থীদের নিয়োগ বাতিল করার অনুমতি চাইলে বিচারপতি বলেন, ‘‘আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা?’’ তিনি এও বলেন, ‘‘কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে।’’

 

 

 

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, দু’দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বিভিন্ন স্কুলে চাকরি করছেন৷ তাঁদের মধ্যে ৯ জন এদিন আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশ, ওই ন’জনকে নিয়ে কমিশনকে বৈঠক করতে হবে৷ উপস্থিত থাকবেন ন’জনেরই আইনজীবী৷ থাকতে হবে কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবীকেও। আগামী বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে বলেই আদালতের নির্দেশ৷