রাতেই শহরে আসছেন শাহ, নবান্নের সভা মূল হলেও দলীয় বৈঠকের সম্ভাবনা

রাতেই শহরে আসছেন শাহ, নবান্নের সভা মূল হলেও দলীয় বৈঠকের সম্ভাবনা

1bfe74c80db5321e439abaaa5c13932a

কলকাতা: পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতে আসছেন পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, এদিন রাত ৯ টা ২০ মিনিটে বিএসএফের বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। নবান্ন সভাঘরে শনিবার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে, রাতে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন- ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সময় বুঝে সেরে ফেলুন জরুরি কাজ

বিজেপি সূত্রে খবর, ৬ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে যে বৈঠক হওয়ার কথা তাতে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ৫ সাধারণ সম্পাদককে থাকতে বলা হয়েছে। তবে এদিন অমিত শাহের শহরে আসার মূল কারণ হল পূর্বাঞ্চল পরিষদের (ইস্টার্ন জোনাল কাউন্সিল) বৈঠক। গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৯ সালে এই বৈঠক হয়েছিল নবান্নের সভাঘরে। তারপর ২০২০ সালে ওড়িশায় এই বৈঠক হয়েছিল। মাঝে করোনা কাঁটায় বৈঠক করা সম্ভব হয়নি। এবার ফের নবান্নে এই বৈঠক হতে চলেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেবেন বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *