কলকাতা: পরতে পরতে দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে বেনিয়ম। ভুরি ভুরি অভিযোগ৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন,‘‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব৷’’ সেই মন্তব্যের জন্যেই এদিন ক্ষমা চেয়ে নিলেন তিনি৷
আরও পড়ুন- ৫ বছরেও নিখোঁজ ছাত্রকে খুঁজে পায়নি CID, তদন্তভার গেল CBI-এর কাছে
বৃহস্পতিবার এজলাসে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কাউকে উদ্দেশ করে বা কাউকে আঘাত করার জন্য আমি ওই কথা বলিনি।’ তিনি এও বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে৷ সংবাদমাধ্যম তাঁকে ভালোবাসে৷ কিন্তু সংবাদমাধ্যমে প্রচারিত সবটা সত্যি নয়৷ তিনি বলেন, ‘‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব বলেছিলাম। এটা ওঁরা (পর্ষদের আইনজীবী) আমাকে বলতে বাধ্য করেছিল৷’’
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ মানেই কড়া শব্দ বাণ। তীক্ষ্ণ সমালোচনা। দু’দিন আগেই শিক্ষক নিয়োগ মামলায় বলেছিলেন, ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ তা নিয়ে বিভিন্ন মহলে বিস্তর সমালোচনা হয়েছে। কেউ কেউ বিষয়টি অন্যভাবে নিয়েছেন৷ তাঁদের যুক্তি, ঢাক বাজানো মানুষের পেশা। বিচারপতি তাঁদের অপমান করতে পারেন না।
গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পরই বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালের প্যানেলকে চ্যালেঞ্জ করে ১৪০ জন অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী আবেদনে জানান৷ তাঁদের দাবি, তঁদের চেয়ে কম নম্বর পাওয়া প্রার্থী নিয়োগপত্র পেলেও প্যানেলে তাঁদের ঠাঁই হয়নি। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি যত দুর্নীতি সরানোর চেষ্টা করছি, তত নতুন নতুন অভিযোগ আসছে। এভাবে চলতে থাকতে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেব। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’’
তাঁর এই মন্তব্যকেই ভালো চেখে নেননি সমাদের একাংশ৷ তাঁদের মন্তব্য, ঢাকি পেশাটাকে অপমান করেছেন বিচারপতি৷ নির্দিষ্ট কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে একথা বলেছেন৷ তৃণমূলের তরফেও বিচারপতির এই মন্তব্যের প্রতিবাদ করা হয়। ঐজ এজলাসে এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি কোনও পেশা বা ব্যক্তিকে উদ্দেশ করে এই কথা বলিনি।’’
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানা বিধ মন্তব্য করেছেন। তবে তার কোনওটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নয়। বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগের একটি মামলার শুনানির সময় হালকা মেজাজে সে কথাও স্পষ্ট করে দিলেন তিনি। রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে জানালেন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। তাঁকে কেন খারাপ কথা বলবেন? বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>