৫ বছরেও নিখোঁজ ছাত্রকে খুঁজে পায়নি CID, তদন্তভার গেল CBI-এর কাছে

৫ বছরেও নিখোঁজ ছাত্রকে খুঁজে পায়নি CID, তদন্তভার গেল CBI-এর কাছে

062aa9157ead80958ad4570e1fb5ad7d

কলকাতা: ছাত্র নিখোঁজ মামলায় গোয়েন্দা সংস্থা সিআইডিকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। এই মামলার তদন্ত ভার দিল সিবিআইকে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। তাতেই তিনি ক্ষোভ প্রকাশ করেন সিআইডি’র ওপর। এরপর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত?

আরও পড়ুন- সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়! কতটা প্রভাব পড়বে বাংলায়, জানাল হাওয়া অফিস

নদিয়ার মদনপুর এলাকা থেকে এক মেধাবী ছাত্র নিখোঁজের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সন্তু ভট্টাচার্য নামে নবম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এতদিন কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজশেখর মান্থা। এবার তাই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। আগামী সাত দিনের মধ্যে সিবিআইকে সমস্ত নথি তুলে দেবে সিআইডি। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। ২০২০ সালে সিআইডির ব্যর্থতা তুলে ধরে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্ট ফের মামলা করা হয়েছিল।

ঘটনার পর সন্তুর পরিবারের তরফে কল্যাণী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু কল্যাণী থানার পুলিশ সন্তুকে খুঁজতে ব্যর্থ হয়। এরপর সেই তদন্তভার পায় সিআইডি। কিন্তু ৫ বছর কেটে গেলেও নিখোঁজ ছাত্রের খোঁজ তারা দিতে পারেনি। অগত্যা সিবিআই তদন্ত চাওয়া হয় পরিবারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *