কলকাতা: পৃথিবীর খুব কাছে গুরু গ্রহ বৃহস্পতি৷ সোমবার রাতে খালি চোখেই স্পষ্ট দেখা গিয়েছে সৌর মণ্ডলের সর্ববৃহৎ এই গ্রহকে৷ ২৬ তারিখ রাতে পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব ছিল ৫৮ কোটি কিলোমিটার৷ আগামী কয়েক দিন এভাবেই কাছাকাছিই থাকবে বৃহস্পতি৷ রাতের আকাশে জ্বলজ্বল করবে গুরু গ্রহ৷ কলকাতার আকাশ থেকেও স্পষ্ট দেখা যাবে৷
আরও পড়ুন- ৫৯ বছর পর দূরত্ব কমাচ্ছে বৃহস্পতি! আসছে পৃথিবীর সবথেকে কাছে
১৯৬৩ সালে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল বৃহস্পতি৷ আরও একবার এল কাছাকাছি৷ যদিও প্রতি ১৩ বছর অন্তর পৃথিবী থেকে অনেক বেশি উজ্জ্বল ও বড় আকারে ধরা দেয় গুরু গ্রহ৷ তবে ২৬ তারিখ নীল গ্রহের খুব কাছে পৌঁছে গিয়েছে বৃহস্পতি৷ রাতের আধারে সে ধরা দিয়েছে পূব আকাশে৷ এর পিছনেও একটি নির্দিষ্ট কারণ রয়েছে৷ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে বৃহস্পতির অবস্থান থাকে সূর্যের ঠিক বিপরীতে৷
বৃহস্পতি এবং পৃথিবীর এই কাছাকাছি চলে আসাকে ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগেই জানিয়েছিল, ভাল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বৃহস্পতিকে শুধু স্পষ্ট ভাবে দেখাই যাবে না, তাকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও (অন্তত মাঝখানের বলয়টি) স্পষ্ট দেখা যাবে। বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে একটি লাল বিন্দু রয়েছে৷ যা বৃহত্তম সৌরঘূর্ণি বলে পরিচিত। বিগত ৩০০ বছর ধরে একই ভাবে সেটিকে দেখে আসছেন বিজ্ঞানীরা। শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে সেটিরও দেখাও মিলবে৷
আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আকারে-আয়তনে, ভরে সবচেয়ে এগিয়ে গুরুগ্রহ৷ বৃহস্পতির ৭৯টি উপগ্রহ রয়েছে। বহু দিন ধরেই বৃহস্পতির দিকে নজর রেখে বসে রয়েছে নাসার জুনো মহাকাশযান। তা প্রায় পাঁচ বছর হতে চলল। বৃহস্পতির অন্দরের কথা পৌঁছে দেয় পৃথিবাতে৷ কখনও তার দুই মেরুতে প্রবল ঝড় দেখা গিয়েছে। যা একেবারে ওলট পালট করে দিয়েছে। কখনও আবার গ্রহণ লেগেছে। মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, গত সাড়ে ৩০০ বছর ধরে বৃহস্পতির পিঠে প্রবল ঝড় বয়ে চলেছে৷ এত সুবিশাল এলাকা জুড়ে এমন ঝড় কেউ আগে দেখেনি। এত দীর্ঘমেয়াদী ঝড় এখনও পর্যন্ত সৌরমণ্ডলের আর কোনও গ্রহে ঘটেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>