ভোটে BJP-র নৈতিক জয় দেখছেন জয়, নাচতে না জানলে উঠোন বাঁকা, পাল্টা সৌগত

ভোটে BJP-র নৈতিক জয় দেখছেন জয়, নাচতে না জানলে উঠোন বাঁকা, পাল্টা সৌগত

কলকাতা:  খড়দায় ক্রমশ লিড বাড়াচ্ছে৷ ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ খড়দায় ২৭ হাজার ৭৬৭ ভোটে এগিয়ে রয়েছেন তিনি৷ এদিকে গোসাবার পর দিনহাটাতেও ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস৷ শান্তিপুর কেন্দ্রে ১৮ হাজার ৮৩৭ ভোটে এগিয়ে রয়েছেন ব্রজ কিশোর৷ 

আরও পড়ুন- ৪ রাউন্ড বাকি থাকতেই গোসাবায় ১ লক্ষ পাড় তৃণমূলের

এদিকে খড়দায় তরজায় বিজেপি ও তৃণমূল৷ বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, যে ভাবে ভোট প্রক্রিয়া চলানো হয়েছে তাতে এই ফলাফলটা ৩০ তারিখেই কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল৷ সব বুথ জাম করে, ভোটারদের প্রভাবিত করে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ধমকে, চমকে তাঁদের কাছ থেকে ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে৷ বিজেপি সমর্থকদের মাঝ পথ থেকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সর্বোপরী এখানে প্রক্সি ভোট হয়েছে৷ বিভিন্ন বুথে গিয়ে মিডিয়ার সামনে সেটা তুলেও ধরেছিলাম৷ সে দিন থেকে দেখতে গেলে ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় সেদিনই হয়ে গিয়েছিল৷ সেদিন মানুশের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরতে পেরেছিলাম৷ ভয় ভীতির পরিবেশে এই ফলাফলটাই আশা করা যায়৷ 

পাল্টা সৌগত রায় বলেন, এসব বলে লাভ কী৷ নাচতে না জানলে উঠোন বাঁকা হয়৷ ভয় দেখানোর কোনও প্রমাণ নেই৷ কিন্তু ওঁরা ভয় পাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =