৪ রাউন্ড বাকি থাকতেই গোসাবায় ১ লক্ষ পাড় তৃণমূলের

৪ রাউন্ড বাকি থাকতেই গোসাবায় ১ লক্ষ পাড় তৃণমূলের

0268d87d5e2342fd07a6e28337a9630f

 গোসাবা:  চার বিধানসভা কেন্দ্রে সকাল থেকে ভোট গণনার যে ট্রেন্ড, তাতে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস৷ প্রথম রাউন্ড থেকেই এক তরফা লিড বজায় রেখেছে শাসক দল৷ সবচেয়ে বেশি স্বস্তিতে গোসাবা৷ ১২ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ৭ হাজার ৩৬৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল৷ ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের উচ্ছ্বাস৷ গোসাবায় বিজেপি পেয়েছে মাত্র ১৪ হাজার ৩৩২ ভোট৷ 
 

আরও পড়ুন- জয় সাহা প্রসঙ্গে ‘বিরক্ত’ কাজল-পত্নী নন্দিতা, কী বললেন শোভনদেব প্রসঙ্গে?

অন্যদিকে, ১ লক্ষের দিকে এগোচ্ছে দিনহাটা৷ ১১ রাউন্ড শেষে দিনহাটা কেন্দ্রে ৯১ হাজার ৬৪ ভোটে এগিয়ে তৃণমূ কংগ্রেসের উদয়ন গুহ৷ শান্তিপুরে চতুর্থ রাউন্ড শেষে ১২ হাজার ৯৮১ ভোটে এগিয়ে তৃণমূল৷ খড়দায় চতুর্থ রাউন্ড শেষে ১৮ হাজার ৬৮ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়৷ চতুর্থ রাউন্ড শেষে বিজেপি’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিএম৷ গোসাবায় প্রতিটি রাউণ্ড শেষে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের ভোটের ভাঁড়ার উপচে উঠছে৷ ১৬ রাউন্ড গণনা হবে৷ ২৫টি টেবিলে গণনা চলছে৷ চার রাউন্ড বাকি থাকতেই ১ লক্ষ ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *